Cholesterol: কোলেস্টেরল বাড়ছে না তো? চোখের এই লক্ষণগুলি দেখলেই দ্রুত রক্ত পরীক্ষা করান

।। প্রথম কলকাতা ।।

Cholesterol: মানুষের খাদ্যাভাসে অনিয়ম, অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণে শরীরের রক্তে কোলেস্টেরলের (Cholesterol) মাত্রা বেড়ে যায়। আর এমন জীবনযাপন যদি করেন যেমন বেশি শুয়ে বসে থাকা, ধূমপান, মদ্যপান জর্দা সেবন তাহলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। আর কিছু রোগ রয়েছে কোলেস্টরলের জন্য দায়ী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি।

কোলেস্টেরল এক ধরনের চর্বি (Fat)। রক্তে ফ্যাটের মাত্রা বেড়ে গেলেই কোলেস্টেরলের সমস্যা শুরু হয়। এর ফলে ধমনীর দেওয়াল গুলিতে মেদ জমতে শুরু করে। ধীরে ধীরে শুরু হতে শুরু করে ধমনীগুলো ব্যাহত হয় রক্ত সঞ্চালন। ধমনী শুরু হয়ে গেলে পাকস্থলী, প্লীহা ও যকৃতের ঠিকমতো রক্ত (Blood) সঞ্চালন হয় না। দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে ধমনীর মধ্য দিয়ে। কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে সেই ধমনীগুলোর ভেতর স্নেহ পদার্থের আস্তরণ তৈরি হয়।

চিকিৎসকদের মতে, এই অসুখের প্রবণতা আপনার আছে কিনা বা ইতিমধ্যেই আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়েছে কিনা তা বুঝতে সব সময় রক্ত পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হয় না বরং কিছু উপসর্গ দেখলে বোঝা যায় শরীরে এই রোগ বাসা বেধেছে কিনা।

চোখের নিচে বা চোখের পাতায় সাদাটি বা হলদেটে ব্যাথা হীন ফোলা অংশ দেখা দিলে দ্রুত রক্ত পরীক্ষা করান। এতে চোখের কোনো সমস্যা দেখা না দিলেও এটি রক্তে কোলেস্টোরেল থাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসর্গ। কিছুদিন ধরে মাঝে মাঝে বুকে ব্যথা হচ্ছে অথচ ইসিজি রিপোর্টে তেমন কিছু সমস্যা খুঁজে পাননি‌। এমন হলে একবার রক্ত পরীক্ষা করিয়ে দেখে নিন রক্তে কোলেস্টেরল প্রবেশ করছে কিনা। আসলে উচ্চ কোলেস্টোরেল থাকলে রক্তনালীতে অক্সিজেন সরবরাহ কমে। আবার ঘনঘন হঠাৎ মাথার পিছন দিকে যন্ত্রণা করলেও কোলেস্টরেল নিয়ে সচেতন হবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version