Hair care: সৌন্দর্য বাড়াতে চুলে রং করছেন নিয়মিত, এই নিয়মগুলি মেনে চলছেন তো?

।। প্রথম কলকাতা ।।

Hair care: হেয়ার হাইলাইট এখন ট্রেন্ডিং। আবার হাইলাইট করার পাশাপাশি চুলে সম্পূর্ণ রঙ করার ব্যাপারটিকেও অনেকে গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু চুল রং করার পর এই নিয়মগুলি মেনে চলছেন তো নচেৎ চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি।

চুলে শুধু রং করলেই হবে না। রং করা চুলের যত্নও নিতে হবে। নাহলে সেই রংও বেশিদিন টিকবে না। আবার চুলের দফারফা হতেও খুব বেশি সময় লাগবে না। তাই জেনে নিন রং করা চুলের যত্ন কীভাবে নেবেন।

চুলে রং করার পরে অন্তত ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে। রং করার পরেই কিন্তু শ্যাম্পু (shampoo) করে চুল ধুয়ে ফেলবেন না। কারণ, রং করার সময়ে চুলে যে রাসায়নিক ব্যবহার করা হয়, তার ফলে চুলের কিউটিকল খুলে যায়। সহজেই ক্ষতি হতে পারে। তাই অন্তত ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এরপর শ্যাম্পু করুন। ৭২ ঘণ্টার আগে শ্যাম্পু করবেন না। এতে চুল ভালো থাকবে।

সব ধরনের শ্যাম্পু রং করা চুলে ব্যবহার করা উচিত নয়। বিশেষ ফর্মুলেটেড শ্যাম্পু ব্যবহার করুন। নাহলে আপনার চুলের ক্ষতি হতেই পারে। প্রতিবার ধোয়ার পরে চুলের রং খুব তাড়াতাড়ি ফেড হয়ে যেতে পারে।

অনেক কালার প্রোটেক্টেড (Colour protected) শ্যাম্পু কিনতে পাওয়া যায়। সেটি ব্যবহার করুন। এটি আপনার চুলের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। আপনার চুলের রংও ঠিক রাখে।

চুলে রং করার পরে তা রুক্ষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এতে চুলেরও যেমন ক্ষতি হয় আবার রং করা চুল পড়েও যায়। শীতকালে এমনিতেই চুল রুক্ষ থাকে।তাই সাধারণ সময়ে যদি সপ্তাহে ৩ দিন শ্যাম্পু করেন, চুলে রং করার পরে অন্তত ২ দিন শ্যাম্পু করুন। যত কম শ্যাম্পু করবেন, তত বেশিদিন আপনার চুলে রং থাকবে। এতে চুলও ভালো থাকবে। সহজেই রুক্ষ হয়ে যাবে না।

শ্যাম্পু করার সময়ে যদি সেই অংশের চুল আলাদা রাখতে পারেন, বেশ ভালো হয়। স্ক্যাল্পে শ্যাম্পু লাগিয়ে স্ক্রাব (Scrub) করে নিন। শ্যাম্পু করার পর চুল ধুয়ে ফেলুন।

তারপর কন্ডিশনার লাগিয়ে নিন। রং করার পর চুলএমনিই রুক্ষ হয়ে যায়।তাই শ্যাম্পু করার পর কখনও কন্ডিশনার (Conditioner) লাগাতে ভুলবেন না। এতে আপনার চুলের ওপর একটি সুরক্ষা স্তর তৈরি হয়। চুল সহজেই রুক্ষ হয়ে যায় না। রং করা চুল ভালো থাকে।

চুল শুকনোর জন্য অনেকে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। অনেকে সময়ে আমরা হেয়ার কার্লার বা স্ট্রেট আয়রনও ব্যবহার করে থাকি। তবে চুলে রং করার পরে এইসব হেয়ার টুলের ব্যবহার কমিয়েই ফেলা উচিত। কারণ অতিরিক্ত গরম আপনার চুলের জন্য ক্ষতিকারক হতে পারে। চুলকে আরও রুক্ষ-শুষ্ক করে তুলতে পারে। ফলে চুল ঝরে যাওয়ার সম্ভাবনাও থাকে। হিট প্রোটেকশন সিরাম ব্যবহার করে কখনও কখনও আপনি হেয়ার টুল ব্যবহার করতে পারেন। চুলের যত্ন নিলেই একমাত্র ভালো হেয়ারস্টাইল করা সম্ভব। তাই সেদিকেও খেয়াল রাখতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version