Mouth ulcer: শীত পড়তে মুখের আলসার জ্বালাচ্ছে আপনাকে? এই ঘরোয়া উপায়গুলি অনুসরণ করুন

।। প্রথম কলকাতা ।।

Mouth ulcer: মুখের আলসার বা ঘা হলে মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে। শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মুখে আলসারের আকার বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। তবে সাধারণ ক্ষত তৈরি হলে কয়েকটি ঘরোয়া পদ্ধতির মাধ‍্যমে তা দূর হয়ে যায় সহজেই। এই ঘরোয়া প্রতিকারগুলি মুখের ঘা সারাতে খুবই কাযকর বলে মনে করেন বিশেষজ্ঞরা।

হলুদ: হলুদের বিশেন গুণ রয়েছে। এটি সেবন করলে মুখের আলসারের সমস‍্যা অনেকটাই নিরাময়ে সাহায্য।এছাড়া ঘরোয়া প্রতিকার হিসেবেও এর ব‍্যাবহার উপকারী। মুখের (Mouth) আলসারের সমস‍্যা সারাতে এক গলাসের এক গলাস জলে আধা চা চামচ হলুদ ফুটিয়ে দিন। এর পর সেই জল ক্ষত স্থানে লাগিয়ে দিন।

ডুমুর পাতার নির্যাস: ডুমুর খাওয়ার উপকারিতা আমরা অনেকেই জানি। ডুমুর পাতা নিচের অংশ থেকে নির্যাস যেখানে আনসার হয়েছে সেই স্থানে লাগান। এরপরে আপনার মুখ থেকে প্রচুর লালা বের হবে এটি পড়তে দিন। তারপর পাঁচ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

টি ট্রি অয়েল: এই ওয়েল ব্যবহারে সমস্যা নিরাময় করা যায়। একটি তুলোর বল বানিয়ে টি ট্রি ওয়েলে (Oil) ভালোভাবে ভিজিয়ে রাখুন। এরপর যেখানে ফোসকা হয়েছে সেখানে হালকা ভাবে লাগান। ১০ মিনিট অপেক্ষা করুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

মধু: আলসারের (Ulcer) ঘরোয়া প্রতিকারের জন্য মধু চমৎকারভাবে উপকারী প্রমাণিত হতে পারে। মধুর ক্লিনিক্যাল ট্রায়ালও করা হয়েছে। মধু ঘরোয়া প্রতিকার হিসেবে আলসারের সমস্যা নিরাময় কাজ করতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version