Vastu tips: বাড়িতে আছে অ্যালোভেরা গাছ? এভাবে রাখলে কিন্তু মহা বিপদ

।। প্রথম কলকাতা ।।

Vastu tips: বাস্তুমতে বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে তার গুন অনেক। অ্যালোভেরা গাছ ঘরে শুধু প্রচুর পরিমাণে অক্সিজেন এনে দেয় তা নয়, অ্যালোভেরা গাছ নতুন করে জীবনও দান করে। তবে যেখানে সেখানে অ্যালোভেরা গাছ লাগিয়ে দিলে হিতে বিপরীত হতে পারে। এই গাছে খুব বেশি যত্ন করতে হয় না। যেখানে হালকা রোদ আসে সেই স্থানে এই গাছ রেখে দিন। মাঝেমধ্যে মাটি শুকিয়ে গেলে জল দিয়ে দিন। দেখবেন খুব সুন্দর করে বেড়ে উঠবে এই অ্যালোভেরা গাছ।

বাস্তু মতে, এই গাছ বাড়িতে কোথায় কিভাবে রাখবেন দেখে নিন।

বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, পরিষ্কার জায়গায় এই গাছ আপনাকে লাগাতে হবে। নোংরা, অপরিষ্কার জায়গায় এই গাছ লাগালে মহা বিপদ হতে পারে।

ঘরের ভেতরে লাগাতে পারেন অ্যালোভেরা গাছ। একটি পাত্রের মধ্যে অ্যালোভেরা গাছ দিয়ে ঘর সাজালে আপনার মন ভালো থাকবে। ঘরের ভেতরে ভালো অক্সিজেন থাকবে। যার ফলে ঘরে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে।

প্রবেশদ্বারের সামনে অ্যালোভেরা গাছ লাগালে সমস্ত পজিটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করবে। নেগেটিভ এনার্জি গৃহ থেকে চলে যাবে।

বাস্তু বিশেষজ্ঞদের কথায়, আর আপনি যদি আপনার গৃহের উত্তর-পূর্বদিকে অ্যালোভেরা গাছ লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন কতটা পাল্টে

বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি আপনার ঘরে অ্যালোভেরা গাছ লাগান, তাহলে আপনি মানসিক শান্তি পাবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version