Vastu tips: বাস্তুমতে বাড়ির আনন্দ সুখ বাড়াতে আয়নার জুড়ি নেই, কোথায় কিভাবে তা রাখবেন?

।। প্রথম কলকাতা ।।

Vastu tips: আয়না ছাড়া ঘর ভাবাই যায় না। বাস্তুশাস্ত্রেও আয়নার (Mirror) গুরুত্ব অপরিসীম। বাস্তু শাস্ত্র (Vastu shastra) অনুযায়ী আয়না ঘরের মধ্যে পজিটিভ এনার্জি বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি আয়না বাড়িতে ধন ও আনন্দের আগমন বহু গুণ বাড়িয়ে দিতে পারে। আয়নার (Mirror) সাহায্যে বাড়িতে উপস্থিত নেগেটিভ এনার্জি দূর করে সহজেই বাস্তু দোষের হাত থেকে মুক্তি পেতে পারেন। তবে আয়নার আকার এবং কোন দিকে এটি লাগানো হয়েছে তা দেখা জরুরি। ভুল দিকে, ভুল আকারের আয়না লাগালে বিপরীত ফল হতে পারে। আয়না যেমন আপনার মঙ্গল করতে পারে, তেমনই ঘরে ঠিক ভাবে আয়না না রাখলে হতে পারে সর্বনাশ। জেনে নিন কোথায় কীভাবে আয়না (Mirror) রাখবেন।

বাড়ির যে ঘরটিতে আপনি থাকেন বা অফিসের যে ঘরে বসে কাজ করেন, সব সময় সেই ঘরের উত্তর-পূর্ব দিকে আয়না লাগান। এতে আপনার যেমন শ্রীবৃদ্ধি হবে তেমনি উপার্জনের পথের বাধাও দূর হবে। উত্তর দিকের আয়না আপনার অর্থনৈতিক উন্নতি ঘটায়। আবার উত্তর, ঈশাণ কোণ এবং পূর্ব দিকে আয়না লাগালে বাড়ির সদস্যদের উন্নতির পাশাপাশি সমাজে ব্যক্তির মান-সম্মান ও যশ বৃদ্ধি পায়।

আয়না এমনভাবে টাঙাবেন যাতে আয়নায় কোনও শুভ বস্তুর প্রতিবিম্ব প্রতিফলিত হয়। যেমন ধরুন ঠাকুরের আসন বা আপনি যে জিনিসটিকে নিজের জন্য শুভ মনে করেন। এতে আপনারই ভাগ্যের উন্নতি ঘটবে।

শোওয়ার ঘরে আয়না লাগানো অশুভ। শয়ন কক্ষে আয়না লাগালে দাম্পত্য জীবনে বিশ্বাসের ঘাটতি হয়। পারস্পরিক বিবাদ বাড়ে। স্বামী-স্ত্রীকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে হয়। সারাদিন ক্লান্তি এবং আলস্য অনুভব করতে হতে পারে।

ড্রেসিং টেবিল রাখা অত্যন্ত জরুরি হলে তা এমন ভাবে রাখা উচিত যাতে ঘুমন্ত ব্যক্তির প্রতিবিম্ব তার ওপর না-পড়ে। ঘুমোতে যাওয়ার আগে একে ঢেকে রাখা যেতে পারে। মনে রাখবেন যেখানে আয়না থাকবে সেখানে যাতে অশুভ প্রভাব বৃদ্ধিকারী বস্তুর প্রতিবিম্ব দেখা না যায়।

ঘরের চার কোণে কখনোই আয়না আটকাবেন না। এতে আপনার পরিবারে অশান্তি পিছু ছাড়বে না। ঘরের কোনও কোণ সবসময় অন্ধকার হয়ে থাকে? সেখানে চটপট একটা গোলাকার আয়না লাগিয়ে ফেলুন। আয়না ওই স্থানে জমে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে দেবে। শোওয়ার ঘরের খাটের সামনে কোনও আয়না সাজিয়েছেন নাকি? শিগগিরি সরিয়ে ফেলুন। না হলে কোনওদিন দাম্পত্যজীবনে সুখ আসবে না।

আয়না যত বড়ো আর হালকা হবে ততই ভালো। ঘরে যত খুশি আয়না রাখুন কিন্তু টুকরা টুকরো আয়না এক জায়গায় জড়ো করে টাঙাবেন না। এতে আয়নায় আপনার খণ্ডিত ছায়া পড়বে। যা মোটেই শুভ নয়। বাস্তু মতে, আয়না সব সময় ঢেকে রাখাই ভালো। এর জন্য আয়না-ঢাকা ব্যবহার করতে পারেন। না হলে, আলমারি বা ড্রেসিংটেবলের ভিতরের পাল্লায় আয়না লাগান। যাতে পাল্লা খুললে তবেই আয়না দেখা যাবে।

বাস্তুশাস্ত্র অনুযায়ী শৌচাগারের দরজার ঠিক সামনে আয়না লাগানো উচিত নয়। বাথরুমে প্রবেশ করার সময় পজিটিভ ও নেগেটিভ এনার্জি উভয়ই আমাদের সঙ্গে প্রবেশ করে। ঘুম থেকে ওঠার সময় নেগেটিভ এনার্জির আধিক্য থাকে। তখন বাথরুমের দরজার সামনে আয়না থাকলে সেই নেগেটিভ এনার্জি বাথরুমে প্রবেশ করে এবং আয়নার মাধ্যমে রিফ্লেক্ট হয়ে পুনরায় বাড়িতেই ফিরে আসে। এই প্রভাব দূর করার জন্য এমন ভাবে আয়না লাগান যাতে এর রিফ্লেকশান বাথরুমের বাইরে বেরোতে না-পারে।

দেওয়ালের অনেক ওপরে বা বেশ খানিকটা নীচে আয়না লাগাবেন না। এতে বাড়ির লোকজন বারে বারে অসুস্থ হয়ে পড়বেন। মনে রাখবেন, ঘরের আয়নার কাচ যেন কখনোই ঝাপসা, মলিন বা ভাঙাচোরা না হয়। এমন আয়না ব্যবহার করলে আপনার ভিতরে নেগেটিভ এনার্জি তৈরি হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version