।। প্রথম কলকাতা ।।
Vastu Tips: অনেকেই মনে করেন ঘরের মধ্যে মানিপ্ল্যান্ট (Money plant) রাখলে সংসারের সমস্ত অশান্তির ছায়া দূর হয়। সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে সংসার। পাশাপাশি কর্মজীবন কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়। প্রচলিত বিশ্বাস আর ধ্যান-ধারণার উপর গড়ে ওঠা কিছু নিয়ম বহু মানুষ মেনে চলেন। অনেকেই শখ করে বাড়ির মধ্যে রেখে দেন নানান ধরনের গাছ। বাস্তুশাস্ত্র অনুযায়ী, কিছু কিছু গাছ রয়েছে যা ঘরের মধ্যে রাখলে বিশেষ উপকার মেলে। আবার কিছু কিছু গাছ ঘরের মধ্যে রাখা উচিত নয়। বাড়িতে রাখা যাবে এমন ইনডোর প্ল্যান্ট হিসেবে বহুল পরিচিত হল মানিপ্ল্যান্ট (Money plant)। বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুযায়ী, মানিপ্ল্যান্ট ছাড়াও এমন কিছু গাছ রয়েছে যা বাড়িতে রাখা মঙ্গলজনক। আসুন দেখে নেওয়া যাক সেই বিশেষ গাছগুলি, যেগুলিকে বাস্তু অনুসারে শুভ বলে মনে করা হয়।
(১)অপরাজিতা গাছ
অপরাজিতা ফুলকে লক্ষ্মীর রূপ মনে করা হয়। এই গাছটি বাড়ির অর্থনৈতিক অবস্থাকেও শক্তিশালী করে। বাড়িতে থাকা অশান্তি দূর হয়।
(২) হলুদ গাছ
এই গাছটি ঘরকে নেতিবাচক শক্তি থেকে দূরে রাখে। যাদের উঠোনে হলুদের চারা আছে তারা মানসিক ও শারীরিক ভাবে খুব শক্তিশালী হয়। এছাড়াও হলুদ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
(৩) ডালিম গাছ
বাস্তু মতে যে বাড়িতে ডালিম গাছ থাকে তার অর্থনৈতিক অবস্থা সব সময় মজবুত থাকে। ঘরে একটি ডালিম গাছ লাগালে ঘরে সমৃদ্ধি আসে, সমাজে সম্মান বৃদ্ধি পায়।
(৪) গাঁদা ফুল গাছ
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়িতে একটি গাঁদা ফুল গাছ লাগালে বৃহস্পতিকে শক্তিশালী করে, যা আপনার বিবাহিত জীবনকে আরও সুখী করতে সাহায্য করে।
(৫) নারিকেল গাছ
বাস্তু শাস্ত্র অনুসারে, নারকেল গাছ আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি করে। যে বাড়িতে নারকেল গাছ থাকে তারাও কাজে সফলতা পায়। তবে সব সময় বাড়ির ছাদ থেকে একটু দূরে নারকেল গাছ পোঁতা উচিত।
(৬) আমলকী গাছ
আমলকী গাছকে হিন্দু ধর্মে শুদ্ধ ও বিশুদ্ধ বলে মনে করা হয়। কথিত আছে যে আমলকী গাছ বাড়িতে রাখলে মানুষের স্বাস্থ্য সবসময় ভালো থাকে এবং ইতিবাচক শক্তিও নিয়ে আসে।
(৭) অশোক গাছ
এই গাছটি শিশুদের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে অশোক গাছ থাকে সেখানে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ খুব ভালো হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম