Use Vitamin-E oil : রুক্ষ ত্বকে প্রাণ ফেরাবে কয়েক ফোঁটা তেল! ম্যাজিক জানুন ভিটামিন-ই এর

।। প্রথম কলকাতা ।।

Use Vitamin-E oil : একেবারে টান টান ঝলমলে সতেজ কোমল ত্বক কে না চাইবেন? কিন্তু শীতকালে এরকম ত্বক ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। একে তো শুষ্ক আবহাওয়া তার উপরে সারাদিনের দৌড়ঝাপ। নিজের জন্য সময় বার করা হয়ে ওঠে মুশকিল । কিন্তু একটা ছোট্ট উপাদান আপনার এই সমস্ত সমস্যা দূর করতে পারে। শুধুমাত্র এই তেলের ব্যবহার শুষ্ক ত্বক থেকে শুরু করে ফাটা ঠোঁট এমনকি ফাটা গোড়ালির সমস্যা দূর করতেও সক্ষম। সিরাম থেকে শুরু করে ময়েশচারাইজার, আই ক্রিম, হ্যান্ড ক্রিম, ফুট ক্রিম সব কিছু তৈরি করার জন্য কম বেশি ব্যবহার করা হয় ভিটামিন ই (Vitamin E) এর।

আর এই ভিটামিন ই ক্যাপসুল বদলে দিতে পারে আপনার স্কিন কেয়ার রুটিন। বর্তমানে এই ভিটামিন ই ক্যাপসুল (Vitamin E Capsule) এর চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কিন্তু কেন এত চাহিদা এই ক্যাপসুলের ? সেটা কি জানেন ? ভিটামিন ই ওয়েল ক্যাপসুলের ভেতরে থাকা ওই তেলটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ক্যাপসুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ( Antioxidant) যাআপনার ত্বকে তরতাজা রাখতে এতটুকু ফাঁক রাখবে না।এই ক্যাপসুলে এছাড়াও অ্যান্টি এজিং উপাদান থাকে। এতে সরাসরি মুখে ঠোঁটে পায়ে এবং হাতে ভিটামিন ই ব্যবহার করলে সুফল মেলে হাতেনাতে।

শীতকাল আসলেই হাত-পা শুষ্ক হয়ে যাওয়া একটা বড় সমস্যা। অনেক সময় আবার হাতে বয়সের ছাপ লক্ষ্য করা যায়। চামড়া ক্রমশ ঘুচিয়ে আসতে থাকে। এক্ষেত্রে অনেকেই হ্যান্ড ক্রিম ব্যবহার করেন। কিন্তু সেটা ব্যবহার করার পরও যদি মন মত ফল না পাওয়া যায় তাহলে অবশ্যই একবার ভিটামিন ই অয়েল ব্যবহার করে দেখুন। এটি সূর্যের ক্ষতিকারক রশ্মীর হাত থেকেও ত্বককে বাঁচাতে পারে। তাই সানস্ক্রিন ব্যবহার করার আগে ভিটামিন ই অয়েল ব্যবহার করতে পারেন। এমনকি সানস্ক্রিন আর ভিটামিন ই অয়েল একসঙ্গে মিশিয়েও ব্যবহার করা যায়।

ঠোঁটের কালচে দাগ দূর করতে অথবা ঠোঁট ফাটার সমস্যা সমাধান করতে ভিটামিন ই অয়েল কাজে লাগে। অনেক সময় দেখা যায় আমাদের ত্বকের টোন আন ইভেন হয়ে গিয়েছে অর্থাৎ মুখের কোন জায়গা খুব কালো লাগছে আবার কোন জায়গা বেশি সাদাটে হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে ওই অংশগুলিতে ভিটামিন ই নিয়মিত লাগান। এতে যে হাইপারপিগমেন্টেশনের (Hyperpigmentation) সমস্যা দেখা দিয়েছিল তা ক্রমশ কমতে শুরু করবে। বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন ? অনেকের ক্ষেত্রে এটা হয় । অস্বাভাবিক কিছু নয় , মুখে নির্দিষ্ট বয়সের আগেই বলিরেখা দেখা দেয় । আর এইগুলি দূর করার জন্য ভিটামিন ই ক্যাপসুল একেবারে ম্যাজিক এর মত কাজ করে।

আবার ভিটামিন ই সমৃদ্ধ ক্যাস্টর অয়েল (Castor oil) চুলের বৃদ্ধিতে সাহায্য করে । এটা ব্যবহার করা যেতে পারে আই ব্রো এবং ল্যাশ লাইনেও। অনেকের দেখা যায় ল্যাশ লাইন কম ঘনত্বের হয়। সে ক্ষেত্রে রোজ ঘুমোনোর আগে ক্যাস্টর অয়েল লাগিয়ে নিলে সেই সমস্যা দূর হতে পারে। স্ট্রেচ মার্কস দূর করার ক্ষেত্রেও ভিটামিন ই অয়েল ভীষণভাবে কাজে লাগে। গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা সমাধান করতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে পায়ের ফাটা অংশে ভিটামিন ই অয়েল লাগিয়ে রাখুন। অবশ্যই মিলবে ফল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version