আপত্তিকর কমেন্ট করার আগে দশবার ভাবতে হবে, জরুরি বৈশিষ্ট্য আনছে YouTube

।। প্রথম কলকাতা ।।

কখনো আপত্তিকর আবার কখনো কুরুচিকর! ভিডিও স্ট্রিমিং অ্যাপ ইউটিউবে (YouTube) হামেশাই এই ধরণের কমেন্ট চোখে পরে। কিন্তু এর বিরুদ্ধে বেশি কিছু করে উঠতে পারেন না ইউটিউবাররা। আপত্তিকর মন্তব্যের ফলে ওই চ্যানেলে আগত অন্যান্য দর্শকদের কাছে নেতিবাচক প্রভাব পরে চ্যানেলের। তবে এবার এই কাজ করতে গেলে দশবার ভাবতে হবে কমেন্টকারীদের। ইউটিউবে কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা পৌঁছবে ইউজারের ফোনে। নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।

ইউটিউব নিয়ে আসছে নতুন বৈশিষ্ট্য। ইউটিউবের পলিসি বিঘ্নিত করে এমন কমেন্ট এলেই তা খতিয়ে দেখবে ইউটিউব। প্রথমে সেই ইউজারকে সতর্ক করা হবে। প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হলে সেই ইউজারকে একটি সতর্কবার্তা পাঠানো হবে। তবে কোনও ইউজার যদি একাধিকবার আপত্তিজনক কমেন্ট করেন তাহলে তার মন্তব্য ২৪ ঘন্টার জন্য মুছে ফেলবে ইউটিউব।

 

আরও পড়ুন : 10 হাজারে Samsung M04 স্মার্টফোনের সেল শুরু হল, প্রথম দিনেই 1 হাজার টাকা ছাড়

 

মূলত ইউজারদের কুরুচিকর মন্তব্যের ফলে সমাজ মাধ্যমে নেতিবাচক প্রভাব পরে। তাছাড়া উক্ত ইউটিউবারের ভাবমূর্তিও নষ্ট হয়, যা ইউটিউবের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় প্ল্যাটফর্মে মোটেই কাম্য নয়। প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় রাখার জন্য কমিউনিটি গাইডলাইন মেনে চলার কথা জানিয়েছে ইউটিউব।

এই মুহূর্তে, কেবল ইংরেজি ভাষাতেই আপত্তিজনক মন্তব্য শনাক্তকরণ করে ইউটিউব। তবে সংস্থার দাবি, অন্যান্য ভাষাতেও আপত্তিকর মন্তব্য শনাক্তকরণ শুরু হবে দ্রুত। কিন্তু এই নির্দেশ যদি কেউ অমান্য করে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পিছুপা হবে না বলেও জানিয়েছে গুগল অধীনস্ত এই ভিডিও প্ল্যাটফর্ম।

 

আরও পড়ুন : ভারতীয় আইফোন ইউজারদের জন্য সুখবর! 5G আপডেট দেওয়া শুরু করল Apple

 

ইউটিউব জানিয়েছে, তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম এবং মেশিন লার্নিং মডেল স্প্যাম সনাক্ত এবং অপসারণ করার জন্য অনবরত কাজ করে চলেছে। এমনকি 2022 সালের প্রথম ছয় মাসে 1.1 বিলিয়নেরও বেশি স্প্যাম মন্তব্য সরিয়ে দিয়েছে ইউটিউব। অর্থাৎ ইউটিউব তাদের কমিউনিটি গাইডলাইন নিয়ে যে যথেষ্ট কড়া তা বলার অপেক্ষা রাখে না।

Exit mobile version