10 হাজারে Samsung M04 স্মার্টফোনের সেল শুরু হল, প্রথম দিনেই 1 হাজার টাকা ছাড়

Samsung Galaxy M04 : সস্তায় জব্বর ফিচার নিয়ে হাজির হয়েছে Samsung Galaxy M04 স্মার্টফোন। ভারতে যার সেল শুরু হল আজ। প্রথম দিনেই 1 হাজার টাকা ডিসকাউন্ট মিলছে ফোনটিতে।

।। প্রথম কলকাতা ।।

Samsung Galaxy M04 যা এন্ট্রি-লেভেল একটি স্মার্টফোন গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়। আজ ডিসেম্বর 16 তারিখ থেকে এটির সেল শুরু হল। দমদার প্রসেসর ও উচ্চ RAM এর সাথে স্মার্টফোনটিতে রয়েছে 5,000mAh এর ব্যাটারিও। এই মোবাইলের আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এটির ফেস আনলক ফিচার। 8-10 হাজার রেঞ্জের মধ্যে যারা একটি টেকসই অথচ পর্যাপ্ত ফিচার্স সমৃদ্ধ স্মার্টফোনের সন্ধানে রয়েছে তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে।

Samsung Galaxy M04 স্মার্টফোনের দাম ও প্রাপ্যতা

ভারতে এই স্মার্টফোন দুটি ভ্যারিয়েন্ট সহ লঞ্চ হয়েছে। একটি 4GB RAM ও 64GB ইন্টার্নাল স্টোরেজের যার দাম রয়েছে 9,499 টাকা। আরেকটি 4GB RAM ও 128GB স্টোরেজ যার মূল্য 10,499 টাকা। রঙের ক্ষেত্রে মিলবে দুটি বিকল্প লাইট গ্রিন এবং ডার্ক ব্লু। লঞ্চ অফার হিসাবে এই স্মার্টফোনে সীমিত সময়ের জন্য ফ্ল্যাট 1 হাজার টাকার ডিসকাউন্ট দিয়েছে Samsung। যারা SBI ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড দ্বারা শপিং করবেন তারা এই অফার লাভ করতে পারবেন। স্মার্টফোনটির সেল শুরু হয়েছে i-কমার্স সাইট Amazon এ।

 

আরও পড়ুন : নামমাত্র খরচে লুফে নিন Nokia-র নয়া C31 5G ফোন, এক চার্জে টানা 3 দিন চলবে ব্যাটারি

 

Samsung Galaxy M04 স্মার্টফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy M04-এর ডিসপ্লে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.5 ইঞ্চি প্যানেল যা HD+ রেজোলিউশন অফার করে এবং এতে একটি ওয়াটার ড্রপ-স্টাইল নচ রয়েছে। এই নচের মধ্যে অন্তর্ভুক্ত স্মার্টফোনটির সেলফি ক্যামেরা। ক্যামেরা ফিচার্স এর যদি কথা বলি, তাহলে এটির সামনে দিকে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছনের প্যানেলে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা উপস্থিত।

 

আরও পড়ুন : আড়াই হাজারে সেরা স্মার্টওয়াচ! ব্লুটুথ কলিং, দুর্দান্ত ব্যাটারির সাথে লঞ্চ হল Noise ColorFit Loop

 

স্মার্টফোনটিতে প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি P35 SoC IMG PowerVR GE8320 GPU। এটি 4GB RAM এবং 128GB স্টোরেজের সাথে যুক্ত। উল্লেখ্য, RAM 8GB পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। মাইক্রোএসডি কার্ডের দ্বারা 1TB পর্যন্ত বাড়ানো যাবে ইন্টারনেট স্টোরেজও। Android অপারেটিং সিস্টেম রয়েছে 12 OS। ব্যাটারি ক্যাপাসিটি 5000mAh এবং 15W চার্জিং সাপোর্ট।

নিরাপত্তার জন্য Samsung এতে দুটি বিকল্প প্রদান করেছে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক। কানেক্টভিটির ক্ষেত্রে মজুত রয়েছে 4G, VoLTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং জিপিএস।

Exit mobile version