ভারতীয় আইফোন ইউজারদের জন্য সুখবর! 5G আপডেট দেওয়া শুরু করল Apple

5G on iPhones : বিশ্বব্যাপী একাধিক আইফোনে মডেলে 5G আপডেট রোল আউট শুরু হয়ে গিয়েছে। ভারতে 16.2 iOS এর মাধ্যমে এই নেটওয়ার্ক পাওয়া যাবে।

।। প্রথম কলকাতা ।।

বিশ্বব্যাপী একাধিক আইফোন 5G সাপোর্ট দিতে শুরু করেছে অ্যাপেল (Apple)। ভারতে iOS 16.2 আপডেটর মাধ্যমে 5G নেটওয়ার্কের সুবিধা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। অর্থাৎ যে সমস্ত আইফোন iOS 16.2 সফটওয়্যার আপডেটের জন্য যোগ্য সেই সব সকল মডেলে আজ থেকেই 5G পরিষেবা পাওয়া যাবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যে টেলিকম অপারেটর ব্যবহার করেন তারা আপনার রাজ্যে বা শহরে 5G পরিষেবা চালু করেছে কিনা।

উল্লেখ্য বিষয়, গত মাসে ভারতে নির্দিষ্ট কয়েকটি আইফোনে iOS 16 বিটা ভার্সনে 5G কানেক্টভিটি পরীক্ষা করে দেখে অ্যাপেল। এই সময় Airtel ও Jio এর একাধিক গ্রাহক তাদের আইফোনে 5G সফল ভাবে চলছে কিনা তা পরীক্ষা করে দেখে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছর অক্টোবর মাসে যখন ভারত সরকার 5G পরিষেবা উদ্বোধন করে ঠিক তখন থেকেই দেশে নাকি 5G নেটওয়ার্ক রোল আউট করা শুরু করে দিয়েছিল অ্যাপেল।

 

আরও পড়ুন : মসিহা যখন প্রযুক্তি! iPhone ক্র্যাশ ডিটেকসন ফিচার প্রাণ বাঁচালো আরও এক মহিলার

 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, অ্যাপল তাদের ভারতের ক্যারিয়ার অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে যাতে নেটওয়ার্কের বৈধতা, গুণমান এবং কার্যক্ষমতার জন্য পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আইফোন ইউজারদের জন্য সেরা 5G অভিজ্ঞতা আনা যায়। বস্তুত, এই আপডেটের ফলে আইফোন 5G এখন বিশ্বের 70 টিরও বেশি বাজারে 250 টিরও বেশি ক্যারিয়ার অংশীদারের কাছে প্রসারিত হয়েছে।

এই মুহূর্তে দেশে কেবল Jio এবং Airtel 5G পরিষেবা চালু করেছে। দুই টেলিকম অপারেটর 4G ও 5G পরিষেবা সমান্তরাল ভাবে দিয়ে চলেছে, তবে আপাতত নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে।

 

আরও পড়ুন : Best 5G Phones: 20 হাজার টাকার নিচে সেরা পাঁচ 5G স্মার্টফোন! সবাই কিনছে, দারুণ ফিচার্স

 

কোন কোন আইফোন এই 5G আপডেট পেতে চলেছে?

• iPhone 14 Pro Max

• iPhone 14 Pro

• iPhone 14 Plus

• iPhone 14

• iPhone SE 2022

• iPhone 13 Pro Max

• iPhone 13 Pro

• iPhone 13

• iPhone 13 Mini

• iPhone 12 Pro Max

• iPhone 12 Pro

• iPhone 12

• iPhone 12 Mini

Exit mobile version