YouTube: ইউটিউব ব্যবহার করতে গেলে দিতে হবে টাকা! জানুন খরচ কত ?

।। প্রথম কলকাতা ।।

 

YouTube: সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল ইউটিউব। ভারতীয়দের মধ্যেও এর একটা ক্রেজ রয়েছে। ভারতে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৬ কোটিরও বেশি। তবে ইউটিউব ব্যবহার করার সময় মোবাইল ব্যবহারকারীদের কাছে একটি বিরক্তিকর বিষয় হল ভিডিওর মাঝে অ্যাড। এবার সেই অ্যাড থেকে মুক্তি দিতেই নতুন সাবস্ক্রিপশন প্ল্যান এনেছে ইউটিউব। অর্থাৎ মাসে টাকা খরচ করলেই অ্যাড-ফ্রি ইউটিউব উপভোগ করতে পারবে ব্যবহারকারীরা।

 

নতুন সাবস্ক্রিপশন প্ল্যান ভারতেও লঞ্চ করতে চলেছে ইউটিউব। কোনও রকম অ্যাড ছাড়া ইউটিউব দেখতে চাইলে সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে ব্যবহারকারীদের। ভারতে ইউটিউব সাবস্ক্রিপশনের খরচ রাখা হয়েছে ১ মাসের জন্য ১২৯ টাকা এবং ১ বছরের জন্য ১২৯০ টাকা। আপনি যদি ৩ মাসের সাবস্ক্রিপশন প্ল্যান নিতে চান, তাহলে খরচ করতে হবে ৩৯৯ টাকা।

 

ইউটিউব ব্যবহার করার সময় কোনও অ্যাড যাতে আপনাকে না বিরক্ত করে, তার জন্যই এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান এনেছে কোম্পানি। তবে কোম্পানি জানিয়েছে, তারা নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানের উপর কাজ শুরু করেছে। এবং সেই সমস্ত প্ল্যান সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে তাদের।

 

এবার প্রশ্ন হল কিভাবে আপনি এই নতুন সাবস্ক্রিপশন প্ল্যান নেবেন ? ইউটিউব প্রিমিয়াম নেওয়ার জন্য আপনাকে অ্যাপে গিয়ে প্রোফাইল পিকচার অপশনে ট্যাপ করতে হবে। তারপর Get Youtube Premium অপশনে ক্লিক করতে হবে। এবার যে প্ল্যানটি নিতে চান, সেটি সিলেক্ট করে টাকা পেমেন্ট করলেই আপনি ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবার হয়ে যাবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version