Kedarnath: তুষার চাদরে ঢাকা কেদারনাথ! এবছর কবে খুলছে মন্দিরের দরজা?

।। প্রথম কলকাতা ।।

 

Kedarnath: কেদারনাথ দর্শনে যাচ্ছেন? জানেন কবে থেকে খুলছে মন্দিরের দরজা? অবশেষে শিব ভক্তদের জন্য সুখবর শোনালো কর্তৃপক্ষ। দিনক্ষণ ঘোষণা করে দিল মন্দির কমিটি। আর অপেক্ষা নয়, চলতি মাসেই খুলে যাচ্ছে কেদারনাথের দরজা। এই মাস থেকেই যেতে পারবেন কেদারনাথ দর্শনে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গেছে তোড়জোড়। জানেন কবে সেই দিনটি?

 

ফি বছরই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন উত্তরাখণ্ডের এই পবিত্র স্থানে। ব্যতিক্রমের খাতায় নেই এবছরটাও। এবছরও লক্ষ লক্ষ যাত্রী অপেক্ষা করে রয়েছেন, ঠিক কবে খুলবে কেদারনাথের দরজা? কবে তারা মহাদেবের দর্শন করতে পারবেন? আর এবার ভক্তদের কৌতুহল মিটিয়ে দিনক্ষণ জানিয়ে দিল বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি। শুধু জানিয়েই দিল না, ইতিমধ্যেই শুরু হয়ে গেল তীর্থযাত্রার প্রস্তুতিও। জানেন কবে খুলছে পবিত্র কেদারনাথের দরজা?

 

একথা তো সকলেই জানেন যে, সনাতন ধর্মে কেদারনাথ ধামের গুরুত্ব অপরিসীম। দেশের অন্যতম পবিত্র স্থান এটি। ভক্তরা বিশ্বাস করেন, জীবনে একবার পঞ্চকেদার দর্শন করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। আপনিও কি এবার কেদার যাত্রার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে যাত্রার আগে অবশ্যই জেনে নিন এই তথ্যগুলি।

 

গত বছর দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল ২৫ এপ্রিল। বন্ধ করে দেওয়া হয় ১৫ নভেম্বর। তবে এই বছর সেই তারিখ একটু পিছিয়ে। শোনা যাচ্ছে আগামি ১০ মে থেকে খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। মে মাসের ১০ তারিখ ফের কেদারধাম দর্শন করতে সক্ষম হবেন পূণ্যার্থীরা। অর্থাৎ হাতে আর খুব বেশি দেরি নেই। ইতিমধ্যেই গত রবিবার থেকেই শুরু হয়ে গেছে বিশেষ পূজা অনুষ্ঠান।

 

আসলে উত্তরাখণ্ডের একাদশ জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ ধামের দরজা খোলার আগে বিশেষ পূজা অনুষ্ঠান করে থাকেন ভারপ্রাপ্ত পুরোহিতরা। জানা যাচ্ছে, গত সোমবারই বাবা কেদারনাথের পঞ্চমুখী ভোগমূর্তি বহনকারী পঞ্চমুখী দোলযাত্রা উখিমঠ থেকে রওনা দিয়েছে। আগামি ৯ তারিখ সন্ধ্যা নাগাদ তা কেদারনাথ নামে পৌঁছাবে। এরপর ১০ মে অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে করা হবে মহাদেবের পুজো। পুজো শেষে সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা নাগাদ খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। প্রতি বছরের মত এবারও মন্দিরের দরজা বন্ধ হবে ভাইফোঁটার পরের দিন অর্থাৎ ২০ নভেম্বর।

 

এখানে জেনে রাখা জরুরি যে, এ বছর দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে সরকারের স্বাস্থ্য দফতর। শোনা যাচ্ছে এই চারধাম যাত্রায় পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও নজর রাখবে প্রশাসন। একই সাথে যাত্রীদের চিকিৎসার জন্য তৈরি করা হবে কয়েকটি মেডিকেল টিমও। তাই আপনি যদি পঞ্চকেদার দর্শনে যাচ্ছেন তাহলে অবশ্যই এই মেডিক্যাল টিম সম্পর্কে ওয়াকিবহাল থাকুন। কোনওরকম অসুবিধায় পড়লেই যোগাযোগ করুন সেখানকার ভারপ্রাপ্ত কর্মীদের সাথে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version