World’s oldest cat: বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল এটি! নাম উঠতে যাচ্ছে গিনেস বুকে

।। প্রথম কলকাতা ।।

 

World’s oldest cat: বিড়াল পছন্দ করেন অনেকেই। কুকুরের মতো অনেকে বাড়িতে বিড়ালও পোষেন। মাছ, দুধভাত খাইয়ে বড় করেন। দিনে দিনে বাড়ির সদস্যদের একজন হয়ে ওঠে সেই বিড়াল। বাড়ির সদস্যদের সঙ্গে খেয়ে ঘুমিয়ে বড় হয় তারা। তবে একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যায় তারা। তাদের আয়ু তো বেশ কম। আপনারা তো জানেন, বিড়াল সাধারণত ১৩ থেকে ১৫ বছর পর্যন্ত বাঁচে।

 

কিন্তু আপনি জানেন কি, এক্কেবারে ডবল পরমায়ু নিয়ে দিব্যি আছে একটি বিড়াল। তার খাওয়া দাওয়া, হাঁটাচলা সব রয়েছে আগের মতোই। বয়সের কারণে সে নাম তুলতে চলেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে! এই বিড়ালের বয়স শুনে চমকে উঠছেন অনেকে। তা শুনলে লোম খাড়া হয়ে যাবেন আপনারও।

 

এই বিড়ালটির নাম মিলি। গায়ের রঙ কালো ও কমলা রঙে মেশানো। মুখে কালোর ভাগই বেশি। গায়ে সামান্য সাদার ছোপও রয়েছে। অনুমান করে বলুন তো মিলির বয়স কত? পনের ষোল? উনিশ- কুড়ি? তাহলে আপনি হেরে গেলেন। মিলির বয়স ২৯ বছর। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে বিস্তর আলোচনা। এই বিড়ালটির বয়স শুনে অনেকেই ভিড়মি খাচ্ছেন। অনেকে আবার বিশ্বাসই করছেন না। মিলি তার বয়সের কারণে খুব তাড়াতাড়ি গিনেস বুকে নাম লেখাতে পারে। মিলি থাকে ইংল্যান্ডে। লেসলি গ্রিনহফ এই বিড়ালটির মালকিন। তাঁর দাবি, মিশি বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল।

 

লেসলি গ্রিনহফের বয়স ৬৯ বছর। তিনি জানান, মিলির বয়স যখন ৩ মাস তখন তাঁর স্ত্রী তাকে বাড়িতে নিয়ে এসেছিলেন। লেসলির মতে, মিলির জন্ম ১৯৯৫ সালে। তিনি তাঁর পরিবারের সদস্য বলে মনে করেন মিলিকে। লেসলির স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। লেসলি বলেছেন, ‘আমি আমার স্ত্রীর স্মরণে মিলিকে উপাধি দিতে চাই। এই খেতাব তার নামেই থাকবে। প্রত্যেকেরই জানা উচিত যে ও কতটা দুর্দান্ত বিড়াল!

 

লেসলি গ্রিনহফ আত্মবিশ্বাসী যে মিলি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত বিড়ালের মুকুট পাবে। বর্তমানে এই শিরোনাম ফ্লোসি নামে একটি ২৮ বছর বয়সী বিড়ালের নামে রয়েছে।লেসলি বলেছেন, তার বয়স্ক বিড়ালের নাম গিনেস বুকে রেকর্ড করা হতে পারে। তিনি জানিয়েছেন, মিলি এখনও লাফ দিতে পারে। তবে সময়ের সাথে সাথে তার ক্ষিপ্রতা কমেছে অনেকটাই। এখন মিলির কথা শুনতেও একটু কষ্ট হচ্ছে। সমস্যা বলতে এটুকুই। এছাড়া দিব্যি রয়েছে সে।

https://fb.watch/szHd8BZefK/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version