Covid-19: চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা পরিস্থিতি! ২,০০০ হাজারের গন্ডি পার করলো দৈনিক সংক্রমণের সংখ্যা

।। প্রথম কলকাতা ।।

Covid-19: ভারতে ক্রমশ খারাপ হচ্ছে করোনা (Covid-19) পরিস্থিতি। উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক। গত বছরের অক্টোবর থেকে ১৫২ দিন পর ফের দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ২,০০০ পার করলো। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২,১৫১ জন। গত বছরের ২৮ অক্টোবর দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২,২০৮। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে বর্তমানে সক্রিয় করোনভাইরাসের সংখ্যা দাঁড়িয়েছে ১১,৯০৩ জনে। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, সক্রিয় সংক্রমণের হার ০.০৩ শতাংশ।

দৈনিক সংক্রমণের হার ১.৫১ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১.৫৩ শতাংশ। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৭ লক্ষ। একদিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৭ জন। মৃতদের মধ্যে মহারাষ্ট্রে ৩ জন, কেরলে ৩ জন ও কর্নাটকে একজন। করোনায় মৃত্যুর হার ১.১৯ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫,৩০,৮৪৮।

তবে এর মধ্যেই স্বস্তি জাগিয়েছে সুস্থতার হার। করোনায় সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৭৮ শতাংশে। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান অভিযানের অধীনে এখনও পর্যন্ত দেশে ২২০কোটি ৬৫ লক্ষ ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে সব রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে। সর্বদা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার ও বদ্ধ এবং ভিড় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Exit mobile version