Relieve stress : অফিস ও বাড়ি সামলাতে দুশ্চিন্তা গ্রাস করছে? মুক্তির রাস্তা জানুন

।। প্রথম কলকাতা ।।

Relieve stress: বিশেষজ্ঞরা বলছেন আমাদের জীবন যাপনের এখন ঠিক ঠিকানা নেই। বহু সমস্যা চারিদিকে ঘুরপাক খাচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক হওয়ার চেষ্টা করুন। কারণেই দুর্নিবার গতিতে এগিয়ে চলার জীবনে যে কোনো মুহূর্তে সমস্যা দেখা দেয়।

মনে রাখতে হবে দুশ্চিন্তা মানুষের শুধু মনের উপর প্রভাব ফেলে না। পাশাপাশি শরীর খারাপ করে দিতে পারে। ডায়াবেটিস, ব্লাড প্রেসার কারণ হতে পারে দুশ্চিন্তা। মানুষকে এর থেকে বেরিয়ে আসার রাস্তা জানতে হবে।
চিন্তা থাকবেই। তবে চিন্তা যখন দুশ্চিন্তা হয়ে যায় তখন বাঁধে ঝামেলা। কারণ এটা শরীরের জন্য ভালো নয়।

ধ্যান করুন: নিজের সঙ্গে কথা বলা হলো খুবই প্রয়োজনীয়। তাই সে ক্ষেত্রে নিয়মিত ধ্যান করুন। ধ্যান করলে মন শান্ত হয়। এমনকি মনের ভেতরে একটা শান্তি আসে।

হাসুন বেশি করে: আপনাকে আরো বেশি করে হাসতে হবে। হাসলে শরীর থাকবে সুস্থ। চেষ্টা করুন হাসতে। চাইলে লাফটার যোগাও করতে পারেন।

ভালো খাবার খান: বাইরের খাবার বেশি খাবেন না। এটা শরীরে ক্ষতি করে‌। বরং আপনি খেতে পারেন সবজি শাক। এছাড়া ফল খান ভালো খাবার খেলে দুশ্চিন্তা দূর করা সম্ভব।

সক্রিয় থাকুন: সারাদিন আপনাকে সক্রিয় থাকতে হবে করতে হবে কাজ। ব্যায়াম করুন। ব্যায়াম করলে মস্তিষ্কে এনডোর ফিন হরমোন বের হয়। এই হরমোন মন ভালো রাখে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version