Dark Gum Problems: দাঁতের কালো মাড়ি হবে গোলাপী? সমস্যা দূর করতে রইল সহজ উপায়

।। প্রথম কলকাতা ।।

Dark Gum Problems: দাঁত সুন্দর্যের একটি অংশ। সুন্দর দাঁত মানেই সুন্দর হাসি আবার হাসলে বা কথার সঙ্গে মাড়িও দেখা যায়। আর কালো মাড়ির কারণে হাসতে বা কথা বলতে বিব্রত বোধ হয়। আবার দাঁতের মাড়ি কালো হয়ে যাচ্ছে বলে বন্ধুদের মাঝে প্রাণখুলে হাসতেও পারছেন না। অনেক কিছু ট্রাই করেও কিছুতেই গোলাপি হচ্ছে না? ঘরোয়া প্রতিকার প্রতিকার জানতে প্রতিবেদনটি পড়ুন। বিভিন্ন কারণে দাঁতের মাড়ি কালো হয় যেমন ধূমপান বেশি পরিমাণে মেলানিন জমে থাকলে, কিছু ওষুধ ব্যবহার করলে, জিঙ্গিভাইটিসের কারণেও হয়ে থাকে।

গ্রিন টি বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির চিকিৎসার জন্য পরিচিত এবং মাড়ির স্বাস্থ্য-উন্নতি বৈশিষ্ট্যগুলি থেকে উপকৃত হওয়া যায়। গ্রিন টি স্বাস্থ্য-প্রচারকারী অ্যান্টিঅক্সিডেন্টগুলির উচ্চ ঘনত্বে সমৃদ্ধ। গ্রিন টি-তে উপস্থিত প্রাকৃতিক রাসায়নিকগুলি বিষাক্ত ব্যাকটেরিয়া সহ অগণিত শ্রেণীর বিরুদ্ধে লড়াই করে মাড়ি কালো দাগ দূর করে। ইউক্যালিপটাস তেলের সহজাত অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য এটিকে বিভিন্ন রোগের জন্য কার্যকর প্রতিকার করে তুলেছে। এই অলৌকিক তেলের একটি ছোট ফোঁটা আপনার দাঁতের দাগ থেকে মুক্তি পেতে প্রয়োজন। এটি আপনার মুখের মধ্যে উপস্থিত বিষাক্ত ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং আপনার মাড়ির লাইন বরাবর যে কোনও প্রদাহকে শান্ত করে।

ওরাল হেলথে সব রকম সমস্যার সমাধানের জন্য লবঙ্গ দারুণ উপকারী। এর জন্য লবঙ্গের প্রধান তিনটি বৈশিষ্ট্য রয়েছে। এটিতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে যা অপুষ্টিকর মাড়ির টিস্যু করতে সহায়তা করে। এটি দ্রুত সমস্ত কালো দাগ দূর করে যা সুন্দর, গোলাপী মাড়ি উপহার দেয়।

কালো মাড়ির জন্য তিলের তেল ব্যবহার করা আরেকটি উপাদান। এর টক্সিন অপসারণকারী বৈশিষ্ট্যগুলি প্লাক এবং টারটার তৈরি হওয়া রোধ করতে, মাড়ি ও দাঁতে ইতিমধ্যে উপস্থিত যা আলগা করতে সহায়তা করে। মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন। তবে টানা ব্যবহার করবেন না। চার পাঁচ দিন ব্যবহারের পর আবার চার পাঁচ দিন ব্যবহার করবেন। আর হ্যাঁ অনেকেই নুন এবং সর্ষের তেল দিয়ে দাঁত মাজেন। বিশেষজ্ঞদের মতে এটি মোটেও কাজ নয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version