।। প্রথম কলকাতা ।।
Saraswati Puja 2023: সরস্বতী পুজো (Saraswati Puja) মানেই হলুদ রঙা শাড়ি, পাঞ্জাবি, পলাশ ফুল আর আমের মঞ্জরি। শীতে সকালে স্নান সেরে পুষ্পাঞ্জলির জন্য শিশুদের হুটোপুটি। আপাতত ২ থেকে ৩ দিনের জন্য পড়াশোনা শিকেয় তুলে অনেকে সব বই বাগদেবীর পায়ে অর্পণ করে। এ যেন আলাদা এক মজা। তারপর দুপুরে সবাই মিলে একসাথে মজা করে ভোগ খাওয়া। তার সাথে রয়েছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে উদযাপন।
পঞ্চাঙ্গ অনুসারে, বসন্ত পঞ্চমী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পড়েছে। দিন পড়েছে জানুয়ারি মাসের ২৬ তারিখে। এই দিনটিকে বলা হয় বসন্তের আগমনের প্রথম দিন। শীত বিদায় নেবে আর বসন্ত প্রবেশ করবে বঙ্গে। প্রচলিত ধারণা অনুযায়ী, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের জানান দিয়ে দেয় যে ঋতু পরিবর্তন হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণও এই উৎসবের প্রধান দেবতা। পাখির কিচিরমিচির, মৌমাছিদের গুঞ্জন, ফুলের নেশা বসন্ত ঋতুর বৈশিষ্ট্য। হলুদ সরিষা, হলুদ জামা, হলুদ পোকা, হলুদ মিষ্টি, সবকিছু মিলে মিশে পরিবেশ হয়ে ওঠে সতেজ।
সরস্বতী পুজোয় হলুদ রং
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হলুদ রং বৃহস্পতি গ্রহের সাথে যুক্ত। এই গ্রহের ভালো প্রভাবে জ্ঞান, শিক্ষা, অধ্যয়ন, বৃত্তি, বুদ্ধির ক্ষেত্রে দারুন কার্যকরী ফল পাওয়া যায়। তাই এই দিনে জ্ঞানের দেবী সরস্বতীর পুজো করা হয়। যদি যুক্তি দিয়ে ভাবা হয়, হলুদ রঙের ব্যবহার আমাদের রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। হলুদ রঙের কাপড় সূর্যের শক্তির সাথে মিশে আমাদের মস্তিষ্ককে আরও সক্রিয় করে তোলে। ভারতীয় ঋষিরা বহুকাল আগে থেকেই হলুদ রঙের কাপড় ব্যবহার করে আসছেন। শুধু তাই নয় , হলুদ রঙের খাবার খেলে শরীর আরও ফিট থাকে। আপনি নিয়ম করে কাঁচা হলুদ, গাজর, কুমড়ো এগুলো খেলে ভালো উপকার পাবেন।
সরস্বতী পুজোর দিন শুভ কাজ
- আশীর্বাদ বা বিয়ে করতে পারেন।
- নতুন ব্যবসা শুরু করতে পারেন।
- গৃহপ্রবেশ বা বাড়ির ভিত্তি স্থাপন করতে পারেন।
- নতুন যানবাহন, বাসনপত্র, সোনা, বাড়ি, নতুন জামাকাপড়, গহনা, বাদ্যযন্ত্র ইত্যাদি কেনার জন্য এটি একটি শুভ দিন।
- নতুন কোর্সে ভর্তি, বিদেশ যাওয়ার আবেদন বা সংশ্লিষ্ট পরীক্ষার জন্যও দিনটি অত্যন্ত শুভ।
- দীর্ঘমেয়াদী বিনিয়োগ, বীমা পলিসি, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কাজে হাত দিতে পারেন।
- শিক্ষা বা সঙ্গীত সম্পর্কিত নতুন কিছু শুরু করুন, শুভ ফল পাবেন।
বসন্ত পঞ্চমী কেন বিশেষ?
বসন্ত পঞ্চমীর দিনটিকে পিতামাতারা তাদের সন্তানদের শিক্ষা শুরু করার জন্য শুভ বলে মনে করেন।
- এদিন শিশুর জিভে মধু মাখতে হবে। এর ফলে শিশু জ্ঞানী হয় এবং তাড়াতাড়ি শিক্ষা গ্রহণ শুরু করে। শিশুদের উচ্চারণ শেখানোর ক্ষেত্রেও এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
- ৬ মাস পূর্ণ হওয়া শিশুদেরও এই দিনে প্রথম খাবার খাওয়ানো হয়।
- যেহেতু বসন্তকে প্রেমের ঋতু হিসাবে বিবেচনা করা হয় এবং এই ঋতুতে কামদেব তার তীর নিক্ষেপ করেন, তাই এই ঋতুটি পরিবারের সম্প্রসারণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই বসন্ত পঞ্চমীকে বিয়ের পিঁড়িতে বসার জন্যও অত্যন্ত সৌভাগ্যের বলে মনে করা হয়। অনেক দম্পতি এই দিনে তাদের বিবাহিত জীবন শুরু করেন।
- গৃহপ্রবেশ থেকে শুরু করে নতুন কাজের সূচনা পর্যন্তও এই দিনটিকে শুভ বলে মনে করা হয়।
- এই দিনে অনেকেই হলুদ কাপড় পরে ঘুড়ি ওড়ান। এই ছোট্ট কাজে শুধুমাত্র শিক্ষা লাভ নয়, সংসারের সমৃদ্ধি বজায় থাকে।
- কলম, খাতা, বইয়েরও পুজো হয় বসন্ত পঞ্চমীর দিন। বিশ্বাস করা হয় দেবীর পায়ের কাছে এগুলি রাখলে লাভ করা যায়। ভারতে সরস্বতী, বিষ্ণু এবং শিব মন্দিরে এই উৎসবকে কেন্দ্র করে নানান আচার-অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। শুধু তাই নয় বসন্ত পঞ্চমীকে কেন্দ্র করে আয়োজন করা হয় নানান মেলার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম