Saraswati Puja 2023: সরস্বতী পুজোয় হলুদ রঙের এত গুরত্ব কেন? এই শুভ কাজেই মিলবে সুফল

।। প্রথম কলকাতা ।।

Saraswati Puja 2023: সরস্বতী পুজো (Saraswati Puja) মানেই হলুদ রঙা শাড়ি, পাঞ্জাবি, পলাশ ফুল আর আমের মঞ্জরি। শীতে সকালে স্নান সেরে পুষ্পাঞ্জলির জন্য শিশুদের হুটোপুটি। আপাতত ২ থেকে ৩ দিনের জন্য পড়াশোনা শিকেয় তুলে অনেকে সব বই বাগদেবীর পায়ে অর্পণ করে। এ যেন আলাদা এক মজা। তারপর দুপুরে সবাই মিলে একসাথে মজা করে ভোগ খাওয়া। তার সাথে রয়েছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে উদযাপন।

পঞ্চাঙ্গ অনুসারে, বসন্ত পঞ্চমী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পড়েছে। দিন পড়েছে জানুয়ারি মাসের ২৬ তারিখে। এই দিনটিকে বলা হয় বসন্তের আগমনের প্রথম দিন। শীত বিদায় নেবে আর বসন্ত প্রবেশ করবে বঙ্গে। প্রচলিত ধারণা অনুযায়ী, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের জানান দিয়ে দেয় যে ঋতু পরিবর্তন হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণও এই উৎসবের প্রধান দেবতা। পাখির কিচিরমিচির, মৌমাছিদের গুঞ্জন, ফুলের নেশা বসন্ত ঋতুর বৈশিষ্ট্য। হলুদ সরিষা, হলুদ জামা, হলুদ পোকা, হলুদ মিষ্টি, সবকিছু মিলে মিশে পরিবেশ হয়ে ওঠে সতেজ।

সরস্বতী পুজোয় হলুদ রং

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হলুদ রং বৃহস্পতি গ্রহের সাথে যুক্ত। এই গ্রহের ভালো প্রভাবে জ্ঞান, শিক্ষা, অধ্যয়ন, বৃত্তি, বুদ্ধির ক্ষেত্রে দারুন কার্যকরী ফল পাওয়া যায়। তাই এই দিনে জ্ঞানের দেবী সরস্বতীর পুজো করা হয়। যদি যুক্তি দিয়ে ভাবা হয়, হলুদ রঙের ব্যবহার আমাদের রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। হলুদ রঙের কাপড় সূর্যের শক্তির সাথে মিশে আমাদের মস্তিষ্ককে আরও সক্রিয় করে তোলে। ভারতীয় ঋষিরা বহুকাল আগে থেকেই হলুদ রঙের কাপড় ব্যবহার করে আসছেন। শুধু তাই নয় , হলুদ রঙের খাবার খেলে শরীর আরও ফিট থাকে। আপনি নিয়ম করে কাঁচা হলুদ, গাজর, কুমড়ো এগুলো খেলে ভালো উপকার পাবেন।

সরস্বতী পুজোর দিন শুভ কাজ

বসন্ত পঞ্চমী কেন বিশেষ?

বসন্ত পঞ্চমীর দিনটিকে পিতামাতারা তাদের সন্তানদের শিক্ষা শুরু করার জন্য শুভ বলে মনে করেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version