Samudrik Shastra: নখের উপরে সাদা বা কালো দাগ দেখা যাচ্ছে ? শুভ-অশুভ ইঙ্গিত লুকিয়ে আছে এতেই

।। প্রথম কলকাতা ।।

Samudrik Shastra: হাতের রেখা মানুষের ভাগ্য বলে দিতে পারে। জ্যোতিষ শাস্ত্রে এমনটাই বলা হয়। অনেকে নিজের ভবিষ্যতে জানার জন্য হস্তরেখা পড়ান। বহু জ্যোতিষবিদ এই কাজটি করে থাকেন। কিন্তু আমাদের হাতের নখের উপরে অনেক সময় সাদা কিংবা কালো দাগ (White and Black Spots On Nail) দেখতে পাওয়া যায়। এই দাগগুলিকে বিশেষ গুরুত্ব না দিলেও এদের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। সমুদ্র শাস্ত্রে (Samudra Shastra) নখের ওপরে থাকা সাদা এবং কালো দাগগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই দাগ গুলির নেপথ্যে কী ইঙ্গিত রয়েছে ? এই দাগের অর্থ কী? এই সমস্ত তথ্য মিলবে সমুদ্রশাস্ত্রে।

কী বলছেন সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞরা ?

* অনেক সময় দেখা যায় হাতের বুড়ো আঙ্গুলের নখের (Thumb) ওপরে সাদা কিংবা কালো দাগ রয়েছে। যদি সাদা দাগ থাকে তাহলে সেটি ওই ব্যক্তির জন্য শুভ। কিন্তু যদি কালো দাগ থাকে তাহলে তাকে অশুভ বলে মনে করা হয়। যার বুড়ো আঙুলের নখের ওপরে সাদা দাগ রয়েছে, সে খুব সহজেই নিজের সম্পর্ক টিকিয়ে রাখতে পারে। আর অন্যদিকে কালো দাগ রয়েছে এমন নখের অধিকারী রাগ এবং অপরাধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়।

* হাতের তর্জনীর নখে যদি সাদা দাগ থাকে তাহলে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আসে এবং ব্যবসায় লাভবান হওয়ার পথ সুগম হয়। অন্যদিকে যদি ওই নখেই কালো দাগ দেখা যায় তাহলে সমস্যায় জর্জরিত হয়ে উঠতে পারে ব্যক্তির জীবন।

* কারও মধ্যমার নখের উপরে যদি ছোট সাদা দাগ থেকে থাকে তাহলে সেটা ওই ব্যক্তির সুখের প্রতীক হতে পারে। ভ্রমণের যোগ থাকতে পারে তাঁর। আর যদি নখের উপরে কালো দাগ দেখতে পাওয়া যায় তাহলে সেটি জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমনটাই মনে করা হয়।

* সমুদ্রশাস্ত্র মতে, অনামিকার নখে যদি সাদা দাগ থাকে তাহলে জীবনে ধন-সম্পদ এবং শান্তির অভাব হয় না। কিন্তু অনামিকাতেই যদি কাল দাগ থাকে তাহলে এটিকে মানহানির সূচক হিসেবে বিবেচনা করা হয়।

* হাতের সবথেকে ছোট আঙুলের নখে কোন কালো দাগ চাকরি অথবা ব্যবসায় ব্যর্থতাকে ইঙ্গিত করে । অন্যদিকে সেই নখের ওপরেই যদি সাদা দাগ থাকে তাহলে ভবিষ্যতে সাফল্য অর্জন হতে পারে, এমনটাই বার্তা দেয়।

অর্থাৎ সহজ কথায় বলতে গেলে হাতের নখে সাদা দাগকে সৌভাগ্যের প্রতীক হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু কালো দাগ বেশির ভাগ ক্ষেত্রেই অশুভ ইঙ্গিত বহন করছে। যদিও চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে Leukonychia বলা হয়ে থাকে। সমুদ্রশাস্ত্র অনুযায়ী, কোন ব্যক্তির নখ যদি খানিকটা গোলাপি ধরনের, মসৃণ এবং নরম হয় তাহলে সেটি তাশ্চর স্বাস্থ্যকর জীবনের প্রতীক। বলে রাখা ভালো, প্রতিবেদনে উল্লেখিত এই সমস্ত তথ্য একেবারেই সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে দেওয়া। প্রথম কলকাতা এই তথ্যগুলি নিশ্চিত করে না এই সম্পর্কিত বিস্তারিত জানতে অবশ্যই কোন সমুদ্র শাস্ত্র বিশেষজ্ঞের মতামত নেওয়া প্রয়োজন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version