Winter facial: শীতে কোন ফেসিয়াল করবেন, আপনার জন্য রইল সঠিক তথ্য

।। প্রথম কলকাতা ।।

Winter facial: শীতে জবুথুবু অবস্থার মধ্যে আবার রূপচর্চা। এমন ভাবলে আমাদের ত্বক আদ্রতা হারিয়ে হয়ে যাবে শুষ্ক। উজ্জ্বলতাও হারাবে তাই এই সময় প্রয়োজন একটু বাড়তি যত্ন (Care)।

শীতে যেমন বাড়ে শরীরের নানান সমস্যা তেমনি কিন্তু ত্বকেও নানান সমস্যা হয়। শীতকালে আবহাওয়া থাকে শুষ্ক আর এই প্রভাব পড়ে আমাদের ত্বকে। চামড়া খসখসে হয়ে যায় টান পড়ে। বাইরে দূষণ যেমন বেশি থাকে তেমনি শীতে ক্রিম, মশ্চারাইজার, তেল ব্যবহার করা হয়। সারাদিন ময়েশ্চারাইজার, তেলে মুখের উপরে একটা ময়লার আস্তরণ পড়ে।

বাজারে এখন নানান রকম ফেসিয়াল কিট পাওয়া যায় সেই কিট কিনে এনে বাড়িতে ফেসিয়াল করতে পারেন তেমনই কিছু প‍্যাক বানিয়ে নিতে পারেন।

অ্যারোমাথেরাপি: প্রাচীনকাল থেকে এই অ্যারোমাথেরাপি কিন্তু রূপটানের কাজে ব্যবহার (Use) করা হয়। বোনের ফুল, মধু এবং গাছ গাছড়ার নির্যাস থেকে বানানো হয় নানান রকম সিরাম ফেসপ্যাক। তাই দিয়েই চলতো রূপচর্চা। বাজারে এখন অনেক রকম অ্যারোমা ফেসিয়াল কিট পাওয়া যায়। বাড়িতেও বানিয়ে নিতে পারেন বিশেষ ফেসিয়াল প্যাক।

ও থ্রি ফেসিয়াল: জল আমাদের জীবন, আর তাই শরীরের জন্য পর্যাপ্ত জল কিন্তু প্রয়োজন। বিকালে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া প্রয়োজন সেই সঙ্গে ও থ্রি ফেসিয়াল করুন। যা বলি রেখার হাত থেকে বাঁচাবে ত্বককে। লাগবে ফ্রেশ (Fresh)।

পার্ল ফেসিয়াল: শীতে ত্বকের জন্যই ফেসিয়াল কিন্তু বেশ উপকারী। মুক্তোর গণাগুণ ছাড়াও এই ফেসিয়ালের মধ্যে বেশ কিছু খনিজ উপাদান থাকে।যা শীতের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version