Blood Group Disease: কোন ব্লাড গ্রুপে কোন রোগ হতে পারে? কাদের ক্যান্সারের ঝুঁকি বেশি?

।। প্রথম কলকাতা ।।

 

Blood Group Disease: আপনার ব্লাড গ্রুপই হতে পারে মারণব্যাধির কারণ। ব্লাড গ্রুপ ডেকে আনতে পারে বড় অসুখকে। স্ট্রোক থেকে ক্যান্সারের কারণ হতে পারে ব্লাড গ্রুপই। কোন ব্লাড গ্রুপের হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি, জানেন? কী বলছে গবেষণা? আপনার ব্লাড গ্রুপের কারণেই বাড়তে পারে ডায়েবেটিস। আমরা নই, এই চাঞ্চল্যকর দাবি করছেন খোদ বিজ্ঞানীরা। তাই বিপদ বাড়ার আগেই সাবধান। জানুন কোন কোন রোগ থেকে সতর্ক হতে হবে আপনাকে?

 

ব্যস্ত আর আনহেলদি লাইফস্টাইলের কারণে রোগব্যাধির ঝুঁকি তো বাড়েই। তবে ব্লাড গ্রুপের কারণে রোগ বৃদ্ধির কথা শুনেছেন কখনও? এতদিন পজিটিভ ও নেগেটিভ নিয়ে মাথা ঘামাতো মানুষ। ব্লাড গ্রুপ ‘ও নেগেটিভ’ হলে চিন্তার শেষ থাকতনা। তবে এবার জানা গেল সম্পূর্ণ ভিন্ন তথ্য। চিকিৎসকরা বলছেন, আপনার ব্লাড গ্রুপ বলে দেবে আপনার শরীরে কোন কোন রোগ বাসা বাঁধতে পারে। এটা জেনেও অবাক হবেন যে আপনার ব্লাড গ্রুপই কারণ হতে পারে কোনও বড় অসুখের। তাই সাবধান! শরীরে রোগ বাসা বাঁধার আগেই হয়ে যান সতর্ক। জেনে নিন আপনার ব্লাড গ্রুপ। আর জেনে নিন কোন কোন রোগ থেকে সতর্ক হতে হবে আপনাকে?

 

নিউট্রিশনাল সাইকিয়াট্রিস্ট ডঃ শেলডন জাবলোর পরামর্শ, যাদের রক্তের গ্রুপ AB, তারা অবিলম্বে সতর্ক হোন। কারণ AB ব্লাড গ্রুপের মানুষদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল।গবেষকদের মতে, যাদের রক্তের গ্রুপ AB তাদের শরীরে উচ্চমাত্রায় প্রোটিন থাকে। যা রক্ত জমাট বাঁধতে উৎসাহিত করে। এবং সেখান থেকেই স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাকিদের থেকে অনেকগুণ বেড়ে যায়। এমনকি AB ব্লাড গ্রুপের মানুষদের স্মৃতিশক্তি হয় দূর্বল। এছাড়াও ডায়েবেটিস টাইপ বি এবং ক্যান্সারের ঝুঁকিও রয়েছে এদের। মনে রাখবেন ‘AB’ ব্লাড গ্রুপের মানুষের রক্তে সংশ্লিষ্ট প্রাকৃতিক অ্যান্টিবডি থাকে না। যে কারণে এই ‘AB’ ব্লাড গ্রুপের মানুষেরা অত্যন্ত সেনসিটিভ হয়। তবে যাদের ব্লাডগ্রুপ B, তারাও সাবধান।

 

B গ্রুপের ক্ষেত্রেও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় ১১%। অর্থাৎ একেবারে উড়িয়ে দেওয়ার মত নয়। সাথে রয়েছে ডায়েবেটিস টাইপ বি এর ঝুঁকি। আপনি যদি ‘B’ গ্রুপের অধিকারী হন তাহলে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখুন। তবে যাদের ব্লাড গ্রুপ ‘O’ তারাই কিছুটা নিশ্চিত হতে পারেন। ‘O’ ব্লাড গ্রুপের মানুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা কম। বেশ কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে ‘ও’ ব্লাড গ্রুপের রয়েছে ন্যাচরাল প্রোটেকশন পাওয়ার। প্রাকৃতিকভাবেই রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি এদের। বিশেষ করে অগ্নাশয় ক্যানসার এবং ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা নগণ্য। কোলেস্টেরল বৃদ্ধির সমস্যাও প্রায় নেই বললেই চলে।

 

তবে কলেরা ও আলসার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সর্বপোরি আমরা এটা বলতেই পারি যে, ব্লাড গ্রুপ ‘O’ হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এরপর রয়েছে ব্লাড গ্রুপ ‘এ’। এই গ্রুপের রক্তের মানুষের ক্যানসারের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। অগ্নাশয়ের ক্যানসার এবং লিউকোমিয়ার সবচেয়ে বেশি। এমনকী গুটি বসন্ত এবং ম্যালেরিয়ার সাথে লড়াই করতেও হিমশিম খায় গ্রুপ ‘এ’। ‘A’ ব্লাড গ্রুপের মানুষেরা অত্যধিক স্ট্রেস নেয়। কারণ এদের শরীরে করটিসল এবং স্ট্রেস হরমোন বেশি থাকে। সেক্ষেত্রে হেলদি ডায়েট আর স্বাস্থ্যকর লাইফস্টাইল একমাত্র উপায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

Exit mobile version