Tulsi and Vastu Tips: বাড়ির কোথায় পুঁতবেন তুলসী গাছ? এই সময় ভুলেও পাতা ছিঁড়বেন না

।। প্রথম কলকাতা ।।

Tulsi and Vastu Tips: সনাতন ধর্মে তুলসী গাছকে ঈশ্বর জ্ঞানে আরাধনা করা হয়। প্রত্যেক হিন্দু বাড়িতেই কম বেশি তুলসী গাছ থাকে। এই বিশেষ গাছের জন্য বানিয়ে দেওয়া হয় মঞ্চ। অত্যন্ত পবিত্র এই গাছটি রোজ পূজিত হয়। প্রতিদিন গাছের গোড়ায় দেওয়া হয় জল, ফুল, ধূপ, প্রদীপ প্রভৃতি। কথিত আছে, কেউ ভক্তি ভরে তুলসীর আরাধনা করলে সংসারের সুখ সমৃদ্ধির অভাব হয় না। তবে বাড়িতে তুলসী গাছ রাখার ক্ষেত্রে মেনে চলতে হয় বেশ কয়েকটি নিয়ম। প্রচলিত ধ্যান ধারণা অনুযায়ী, বাড়ির সব জায়গায় তুলসী গাছ পোঁতা উচিত নয়। ভুল জায়গায় তুলসী গাছ রাখলে হিতে বিপরীত হতে পারে। সংসারে নেমে আসতে পারে কালো ছায়া।

বাড়ির কোন দিকে রাখবেন তুলসী গাছ রাখবেন ? জেনে নিন সঠিক নিয়ম

•বাস্তুশাস্ত্র অনুযায়ী পরিবারের মঙ্গলের জন্য তুলসী গাছ রাখতে হবে বাড়ির পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর দিকে। কেউ চাইলে বাড়ির একদম মাঝে অর্থাৎ কেন্দ্রীয় অংশে তুলসী গাছ রাখতে পারেন।

•সব সময় তুলসী গাছের গোড়া পরিষ্কার রাখবেন। খেয়াল রাখবেন, গাছের গোড়ায় যেন নোংরা না জমে।

•ঝরে পড়া তুলসী পাতা বা শুকিয়ে যাওয়া পাতা অন্য কোথাও ফেলে দেবেন না। কারণ তুলসী পাতা পায়ের তলায় পড়া অমঙ্গল বলে মনে করা হয়। শুকনো তুলসী পাতা আপনি গাছের মাটিতে পুঁতে দিতে পারেন। খেয়াল রাখবেন তুলসী গাছে যেন আপনার নখ না লাগে।

•তুলসী গাছ পুঁতবেন সবসময় বিজোড় সংখ্যায়। শাস্ত্র অনুযায়ী, তুলসী গাছ পোঁতার সবথেকে শুভ সময় হল কার্তিক মাসের বৃহস্পতিবার।

• তুলসী পাতা তোলার ক্ষেত্রেও বেশ কয়েকটি নিয়ম মানতে হয়। আপনি দিনে যে কোনো সময় তুলসী পাতা তুলতে পারেন, তবে রাত্রেবেলা গাছে হাত দেবেন না। এছাড়াও একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং রবিবার তুলসী পাতা ছেঁড়া থেকে বিরত থাকুন।

•তুলসী গাছের আশেপাশে কোন কাঁটা জাতীয় গাছ রাখবেন না। বাড়িতে বেশ কিছুটা উঁচু স্থানে তুলসী গাছ রাখতে হবে। প্রয়োজনে আপনি একটি উঁচু মঞ্চ বানিয়ে নিতে পারেন।

•তুলসী গাছ এমন জায়গায় পুঁতবেন সেখানে যেন খোলামেলা আলোকিত পরিবেশ পাওয়া যায়। বাড়ির অন্ধকার অংশে এই গাছ রাখবেন না। সন্ধ্যেবেলা অবশ্যই তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালাবেন।

হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী, যে বাড়িতে তুলসী গাছ রয়েছে সেই বাড়িতে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। সেই সংসারে দরিদ্র্য, অশান্তি কিংবা বিপদ ছুঁতেও পারে না। তবে শুকনো তুলসী গাছ কখনোই বাড়িতে রাখা উচিত নয়। যদি গাছ শুকিয়ে যায় তাহলে অবশ্যই নিয়ম মেনে নদী, পুকুর কিংবা কোন পবিত্র স্থানের জলে ফেলতে হবে। তার পরিবর্তে বাড়িতে পুঁততে হবে একটি নতুন তুলসী গাছ। শাস্ত্র অনুযায়ী রবিবার, একাদশী এবং গ্রহণের সময় তুলসী গাছে জল দেওয়া উচিত নয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version