Flower in Puja: দেব-দেবীদের পছন্দের ফুল কোনটি? সুফল পেতে এক নজরে দেখে নিন

।। প্রথম কলকাতা ।।

Flower in Puja: হিন্দু ধর্মে ঘরে ঘরে দেব-দেবীদের ভক্তি সহকারে আরাধনা করা হয়। দেব-দেবীদের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনে কিংবা পুজো পাঠে ফুল অত্যন্ত প্রয়োজনীয় একটি উপকরণ। দেব-দেবী ভেদে ফুলের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। সব রকম ফুল দিয়ে সমস্ত দেব-দেবীকে আরাধনা করা হয় না। শিবের উদ্দেশ্যে অর্পণ করা হয় নীল বা সাদা ফুল। অপরদিকে দেবী কালীর উদ্দেশ্যে অর্পণ করা হয় লাল ফুল। কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট এক নজরে জেনে নিন।

• মহাদেব
হিন্দু শাস্ত্র অনুযায়ী আকন্দ ফুল, ধুতরা ফুল এবং বেল পাতা দেবাদিদেবের পদতলে বা শিবলিঙ্গে অর্পণ করা যাবে। কথায় আছে, বেলপাতা নাকি জল ছিটিয়ে শিব লিঙ্গের মাথায় রেখে দিলে ছয় মাস পর্যন্ত বাসি হয় না। মূলত এক্ষেত্রে সব কিছু নির্ভর করে মানুষের বিশ্বাসের উপর।

• বিষ্ণু
দেবতা বিষ্ণুকে সন্তুষ্ট করতে প্রয়োজন চামেলী, অশোক, বাসন্তী, চাঁপা, পদ্ম, কদম প্রভৃতি ফুল। যদি বিষ্ণুদেবকে বিশেষভাবে সন্তুষ্ট করতে চান তাহলে কার্তিক মাসে কেতকী ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করতে হবে। এছাড়াও তুলসী পাতা বিষ্ণুদেবের অত্যন্ত প্রিয়।

• শ্রীকৃষ্ণ
মহাভারতের কাহিনি জানলেই বোঝা যাবে শ্রীকৃষ্ণের প্রিয় ফুলের কথা। কারণ মহাভারতে যুধিষ্ঠিরকে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই জানিয়েছিলেন তাঁর প্রিয় ফুল কোনগুলি, যেমন – পলাশ, মালতী, কুমুদ, করবী এবং বনফুলের মালা।

• দেবী দুর্গা
রামায়ণের কাহিনী অনুযায়ী শ্রী রাম দেবী দুর্গাকে সন্তুষ্ট করতে অর্পণ করেছিলেন নীল রঙের পদ্ম ফুল। কিন্তু নীল রঙের পদ্ম সংগ্রহ প্রায় অসম্ভব। তবে দেবী দুর্গাকে লাল গোলাপ, লাল জবা এবং গোলাপী পদ্মফুলের অর্ঘ্য নিবেদন করা যায়।

• দেবী কালী
হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী কালীর পদতলে ১০৮ টি লাল জবা নিবেদন করলে মনের সকল মনস্কামনা পূর্ণ হয়। বিশেষ করে লাল রঙের পঞ্চমুখী জবা দেবীর খুব প্রিয়।

• দেবী সরস্বতী
সরস্বতী পুজোর দিন সকালে বাগদেবীর কাছে আরাধনা করার সময় অর্পণ করা হয় হলুদ রঙের ফুল। বাগদেবী সাদা, হলুদ এবং বাসন্তী রঙের যে কোনো ফুলেই সন্তুষ্ট হন।

• বজরংবলী
বজরংবলীর পুজোর অন্যতম একটি উপাদান হলো তুলসী পাতা। লাল রংয়ের ফুল এই দেবতার অত্যন্ত প্রিয়। তাই বজরংবলীকে সন্তুষ্ট করার জন্য অর্পণ করা যেতে পারে লাল জবা , লাল গাঁদা বা লাল গোলাপ।

• শনিদেব
শনিদেবকে দেবতাদের মধ্যে রাগী দেবতা হিসেবে মনে করা হয়। শনিদেবকে সন্তুষ্ট করার জন্য প্রয়োজন অপরাজিতা এবং নীল রঙের যে কোনো ফুল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version