Ekadashi upbash: একাদশী কি? কেন পালন করবেন এই ব্রত?

।। প্রথম কলকাতা ।।

Ekadashi upabash: একাদশীর উপবাস হিন্দু ধর্ম মতানুসারে পূণ‍্য তিথি হিসেবে বিবেচিত হয়। নিয়মিত একাদশী পালন শরীরের পক্ষে উপকারী। তাই স্বাস্থ্যগত কারণে অনেকে প্রতিমাসে দুটি একাদশী তিথি পালন করেন। চাঁদের শুক্র এবং কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্মমতানুসারে গুরুত্বপূর্ণ তিথি হিসেবে বিবেচিত। একাদশী ব্রত অবশ্য পালনীয়।

একাদশ তিথি পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব‍্য। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবরাই নয়, শিবির উপাসক, সূর্যচন্দ্র ইন্দ্রাদি যেকোনো দেবোপাসকের কর্তব্য একাদশী ব্রত পালন করা।

অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ করে সে জীবিত হয়েও সে মৃতের সমান। কেউ যদি বলেন একাদশী পালনের দরকারটা কি সে নিশ্চয়ই নরকের যাত্রী। যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে তারা শনির কোপে বিনষ্ট হয়।

একাদশীর দিন চাল, ডাল আটা, ময়দা, সুজি, সরিষা, জাতীয় খাদ্যদ্রব্য বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফলমূল এমনকি আলু পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না করে গ্রহণ করতে পারেন। রবিশস্য ধান গম ভুট্টা ডাল সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। গঙ্গাস্নানে যেমন সবার অধিকার আছে তেমনি একাদশী ব্রতের অধিকার সকলের। বিধবা, সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মুখ্য আদি বহু ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভ এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। বছরে ২৬ টি একাদশী আসে। সাধারণত বারোমাসে ২৪টি একাদশী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version