International Women’s Day: আন্তর্জাতিক নারী দিবসে কি উপহার দেবেন? রইল দুর্দান্ত আইডিয়া

।। প্রথম কলকাতা ।।

International Women’s Day: প্রতিবছর ৮ই মার্চ নারীদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। এই দিন গুরুত্ব প্রায় মহিলাদের আর্থিক, রাজনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠা। প্রত্যেক নারী তাদের জীবনের বিভিন্ন ধাপে নানান রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। কখনো কন্যা, কখনো স্ত্রী, কারোর মা, আবার কখনো বোন হিসেবে। তাই এই বিশেষ দিনে আপনার প্রিয় মানুষদের দিতে পারেন কিছু উপহার (Gift)। যে উপহারের মাধ্যমে আপনি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা এবং ভালোবাসার বার্তা জ্ঞাপন করতে পারবেন, আবার সেই উপহার আপনার তরফ থেকে পেয়ে তারা অত্যন্ত খুশি হবেন।

আন্তর্জাতিক নারী দিবস বছরের এমন একটি বিশেষ দিন, যে দিনটি ঘিরে রয়েছে অনেক সংগ্রাম এবং বহু অধিকারের কথা। এই দিনটি মূলত প্রত্যেকটি নারীকে সম্মান এবং ভালোবাসা জানানোর দিন। যদিও বছরের প্রত্যেকটি নারীদের সমান অধিকার রয়েছে। ১৯৭৭ সাল থেকে আজও পর্যন্ত প্রত্যেক বছর নিয়ম করে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনটি মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের সংগ্রাম এবং সম্মানের কথা। পাশাপাশি থাকে লিঙ্গ বৈষম্যের প্রতি বার্তা। এই দিনটিকে আপনার বাড়ির মহিলাদের জন্য একটু বিশেষ বানাতে পারেন , খুব সুন্দর উপহারের মাধ্যমে। বাড়িতে মা, বোন কিংবা স্ত্রীকে দিতে পারেন দারুন সারপ্রাইজ। উপহার দেওয়ার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। যদিও উপহারের থেকে বড় কথা হলো নারীদের প্রতি পূর্ণ মর্যাদা সহকারে সম্মান এবং ভালোবাসা। কারণ প্রত্যেক নারী দামি দামি উপহারের তুলনায় সম্মান আশা করেন।

(১) আন্তর্জাতিক নারী দিবসের উপহারের তালিকায় রাখতে পারেন একটি বই। বিশেষ করে কোন মহিলার লেখা এমন ধরনের বই যা পড়লে জীবন সংগ্রামে নানান ভাবে অনুপ্রাণিত হওয়া যায়। বই এমন একটা জিনিস, বেশিরভাগ মানুষই পছন্দ করেন । তাই আপনার এই ধরনের গিফটে বাড়ির মহিলা সদস্যরা অবশ্যই খুশি হবেন।

(২) বর্তমান দিনে সুগন্ধি কমবেশি সবাই পছন্দ করেন । এই বিশেষ দিনটিকে আরো বেশি সুরভিত করে তুলতে উপহারের তালিকায় রাখতে পারেন পরিবারের সদস্যদের মন পছন্দের সুগন্ধি।

(৩) এই সুন্দর দিনে গিফট হিসেবে প্রিয়জনদের হাতে তুলে দিতে পারেন একটি করে সুন্দর গাছ। গাছ সুন্দর এবং সতেজতার প্রতীক। বহু মানুষ আছেন যাদের গাছ দেখলেই মন ভালো হয়ে যায়।

(৪) আন্তর্জাতিক নারী দিবসে সবথেকে ভালো একটা গিফট হল , এই দিনে আপনি যদি নিজের হাতে রান্না করে বাড়ির মহিলা সদস্যদের খাওয়ান। আমাদের সমাজের গতানুগতিক ধারণা অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা হেঁসেল সামলান। আবার অনেক মহিলা আছেন যারা দশভূজার মত পরিবার এবং অফিস দক্ষতার সাথে সামলে আসছেন। একদিন রান্নাঘর থেকে ছুটি দিয়ে তাদের মন পছন্দের রান্না করে খাওয়াতে পারেন , দেখবেন সবাই অবাক হয়ে গেছে।

(৫) সাধারণত বেশিরভাগ মেয়েরা একটু সাজতে ভালোবসেন, যদিও ব্যতিক্রমী রয়েছেন অনেকেই। তাই আপনার পরিবারের সদস্যদের মন পছন্দের কয়েকটি মেকাপের সামগ্রী এই বিশেষ দিনে প্রিয়জনদের চমকে দিলে, ব্যাপারটা মন্দ হবে না। তবে তার আগে একটু লুকিয়ে জেনে নিতে পারেন কে কোন ধরনের বা কোন ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version