Skin Care Tips: ফেস প্যাকে মুলতানি মাটি ব্যবহার করেন ? উপকারের বদলে অপকারও হতে পারে

।। প্রথম কলকাতা ।।

 

Skin Care Tips: অনেকেই মুখের ত্বক টানটান ও উজ্জ্বল করতে সপ্তাহে তিন থেকে চারবার বা প্রতিদিন নিয়মিত মুলতানি মাটি ব্যবহার করেন। কিন্তু এর প্রকৃতি গরম। যার ফলে অতিরিক্ত ব্যবহারে ত্বকে ফুসকুড়ি বা ত্বকের কোষ নিস্তেজ হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই আপনার ত্বক তৈলাক্ত হোক বা শুষ্ক, নিয়মিত ব্যবহার করা উচিত নয়। সংবেদনশীল ত্বক- যাদের ত্বক খুব সংবেদনশীল তাদের মুলতানি মাটির ব্যবহার এড়িয়ে চলা উচিত। কারণ সংবেদনশীল ত্বকে মুলতানি মাটির ব্যবহার বেশি করলে মুখে ফুসকুড়ি বা ত্বক নিস্তেজ হওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। এছাড়া ত্বকে লালচে ভাব এবং জ্বালা হওয়ার মতো সমস্যা হতে পারে।

 

মুলতানি মাটির ব্যবহার কার্যকর ও নিরাপদ হলেও অনেক সময় তা ত্বকের উপকার না করে ক্ষতি করে। মুলতানি মাটির ভুল প্রয়োগের কারণে ত্বক সংক্রান্ত অনেক সমস্যা শুরু হয়। জেনে নিন মুলতানি মাটির এমনই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। যাদের ত্বক চটচটে এবং তৈলাক্ত তাদের জন্য মুলতানি মাটির পেস্ট লাগানো ভালো। কিন্তু, যাদের ত্বক খুব শুষ্ক তাদের এটা বেশি ব্যবহার করা উচিত নয়। আর এটা ত্বকে লাগালেও তার সঙ্গে এমন কিছু যোগ করতে হবে যা ত্বকে আর্দ্রতা দেবে। যেমন- মুলতানি মাটির পেস্টে বাদাম তেল, অ্যালোভেরা জেল বা মধুর মতো জিনিস মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে শুষ্ক ত্বকে লাগাতে পারেন। তবে ত্বকের কোনও চিকিৎসা চললে মুলতানি মাটি লাগানোর আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

 

আপনার যদি প্রায়ই সর্দি, সর্দি বা কাশির অভিযোগ থাকে, তবে আপনার মুলতানি মাটি থেকে দূরত্ব বজায় রাখা উচিত। মুলতানি মাটিতে শীতল প্রভাব রয়েছে, যার কারণে সর্দি-কাশির সমস্যা বাড়তে পারে।

 

যাদের ত্বক আঠালো এবং তৈলাক্ত তারা ত্বক সুস্থ রাখতে মুলতানি মাটির পেস্ট লাগান। তবে মুলতানি মাটি প্রয়োগের আগে আবহাওয়া ও তাপমাত্রার দিকে খেয়াল রাখা উচিত। খুব ঠাণ্ডা জায়গায় শুধুমাত্র জলে ভিজিয়ে মুলতানি মাটি লাগালে ত্বকের শুষ্কতা বাড়ে এবং শীতকালে ত্বক খুব শুষ্ক হয়ে যায়। মুলতানি মাটির নিয়মিত ব্যবহারে মুখে বলিরেখা হতে পারে।

https://fb.watch/sSb4juwZt8/

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

Exit mobile version