Earrings: ভারী দুল পরলেও কানে হবে না ব্যথা! এই ৫ টোটকাতেই হবে মুশকিল আসান

।। প্রথম কলকাতা ।।

 

Earrings: আলিয়া, দীপিকার মতই ভারী কানের দুল পরলেও হবে না কানে ব্যথা! এই ৫ টোটকাতেই হবে মুশকিল আসান। কোনও ব্যাথা যন্ত্রণা ছাড়াই আপনিও সাজতে পারবেন বলি সুন্দরীদের মতই। বিশেষজ্ঞদের এই পাঁচটি টিপস সঙ্গে রাখুন আর দেখুন ম্যাজিক। নিমেষের মধ্যে ব্যাথা হবে গায়েব, আর আপনাকেও লাগবে টিপটপ। জানেন কী কী সেই ম্যাজিক টিপস। কোন উপায়ে দুল পরলে মিলবে স্বস্তি?

 

ড্যাংলার থেকে শুরু করে ভারী ঝুমকো, মানানসই কানের দুলে আপনার সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। আজকাল তো বড় কানের দুল বা স্টেটমেন্ট ইয়ারিং-র চল ভীষণভাবে ‘ইন’। বিশেষ করে ট্র্যাডিশনাল আউটফিটের সাথে একটা বড় মানানসই ঝুমকো দুল পরলে আপনার লুকে একটা ক্লাসি টাচ থাকবে বৈকি! তবে মেয়েরা ভালো করেই জানে, সাজগোজের চক্করে ঠিক কতটা কষ্ট সহ্য করতে হয়।

 

দীর্ঘক্ষণ ভারী কানের দুল পরে থাকলে কানে খুবই ব্যাথা হয়। এছাড়া টান পড়ে কানের লতিতেও। তবে উপায়? আসলে অনেকেই হয়ত জানেন না যে এমন বেশ কয়েকটি টিপস রয়েছে যেগুলি কাজে লাগালেই হবে মুশকিল আসান। ব্যাথাও ভ্যানিশ হবে সেই সাথে আপনার সাজগোজেও কোনও খামতি থাকবেনা। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নিন সেই চার ম্যাজিক টোটকা।

 

ক্রিম: প্রথমেই বলব ময়শ্চারাইজার বা ক্রিমের কথা। কোনও বড় কানের দুল পরার আগে কানের লতিতে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এরপর কানের দুল পরুন। দেখবেন ব্যাথাও হবেনা এবং কানের লতিতে অনেকটাই কম চাপ পড়বে।

 

সাপোর্ট প্যাচ : ব্যাথা থেকে বাঁচার আরও একটি ভালো উপায় হল সাপোর্ট প্যাচ। হয়ত অনেকেই জানেন না, তবে কানের জন্য সাপোর্ট প্যাচ পাওয়া যায়। এগুলি সাধারণত স্বচ্ছ এবং খুবই মোলায়েম হয়। কানের পরার সময় লতির পেছনে রাখুন এবং তারপর দুল পরুন। দেখবেন ব্যাথা কোথায় গায়েব হয়ে গেছে। আর আপনিও আলিয়া, দীপিকার মতই বড় বড় দুল পরতে পারছেন।

 

অবশ করার ক্রীম : আঞ্চলিক অংশটি অবশ করার জন্য ওষুধ পাওয়া যায়। তাই আপনি চাইলে ওষুধের দোকান থেকে সেই মলমও আনিয়ে নিতে পারেন।

 

মেটাল প্যাচ অ্যাভয়েড করুন : যতটা সম্ভব ছোট মেটাল প্যাচ থেকে দূরে থাকুন। এই প্যাচগুলি কানের লতিতে চাপ সৃষ্টি করে। প্যাচের কারণে ব্যাথাও হয় যথেষ্ট। বদলে রবারের তৈরি প্যাচ ব্যবহার করুন।

 

চেন দেওয়া কানের পরুন : এমন অনেক কানের দুল পাওয়া যায় যেগুলিতে লম্বা চেন দেওয়া থাকে। এই চেনের একটি প্রান্ত চুলের সাথে আটকানোর ব্যবস্থা থাকে। এতে করে ব্যাথাও কম হবে সেই সাথে কানের লতিতে চাপও কম পড়বে। এছাড়াও আরও একটি উপায় রয়েছে। চাইলে কানের লতির পেছনে একটি ব্যান্ড-এড লাগিয়ে নিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

Exit mobile version