Sapphire Stone: বৃহস্পতির দোষ কাটাতে ধারণ করুন পোখরাজ, একটি রত্নে হাজারো ম্যাজিক

।। প্রথম কলকাতা ।।

Sapphire Stone: জ্যোতিষ শাস্ত্রে গ্রহের নেতিবাচক প্রভাব কমাতে এবং শুভ ফল বৃদ্ধির জন্য নানান রত্নের বর্ণনা পাওয়া যায়। বলা হয় রত্ন কখনোই শখের জন্য পরা উচিত নয়। কারণ এতে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। বিভিন্ন রত্নের মধ্যে অন্যতম হল হলুদ পোখরাজ (Sapphire)। বলা হয় ভাগ্যদ্বয়, স্বাস্থ্য উন্নতিতে পোখরাজ ধারনে সুফল পাওয়া যায়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহের নিজস্ব রত্ন রয়েছে। গ্রহের উপর সেই নির্দিষ্ট রত্ন গুলির প্রভাব সর্বদা বিরাজমান। বৃহস্পতি গ্রহের রত্ন পোখরাজ। জ্যোতিষীদের পরামর্শ অনুযায়ী, যদি কারোর বৃহস্পতি গ্রহ দুর্বল থাকে কিংবা অশুভ প্রভাব থাকে, সেই সমস্যা কাটাতে পোখরাজ ব্যবহার করা যেতে পারে। রত্ন পরতে হয় নিয়ম মেনে। যদি কোন ব্যক্তির ক্ষেত্রে রত্ন ঠিকঠাক স্যুট না করে, তাহলে তার পরিণাময় ভয়ঙ্কর হতে পারে।

পোখরাজ ধারণের নিয়ম

পোখরাজ ধারণ করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। পোখরাজ শুদ্ধ করার মোক্ষম দিন হল বুধবার। এই দিন সকালে ব্রহ্মমুহূর্তে স্নান সেরে শুদ্ধ বসনে প্রথমে গঙ্গা জলের সঙ্গে একটু কাঁচা দুধ মিশিয়ে নিতে হবে। তাতে রত্নটিকে ডুবিয়ে রাখবেন। পোখরাজ ধারণ করতে হয় শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার সূর্যোদয়ের পর সকাল দশটার মধ্যে। পোখরাজ ধারণের পর বুধ, বৃহস্পতি, শুক্র এই তিন দিন আমিষ খাবার এবং ধূমপান এড়িয়ে চলতে হবে।

পোখরাজ ধারণে উপকার

সামান্য হলুদ রঙের পোখরাজ গুণ এবং আভিজাত্যের থেকে একটু উন্নত। কিছু কিছু পোখরাজের ভিতরে কাটা দাগের মতো চিহ্ন দেখতে পাওয়া যায়। এই রত্ন কিনতে গেলে আগে অবশ্যই যাচাই করে নেবেন। বৃহস্পতি গ্রহ ভদ্র ব্যবহার, উদারতা, ধন-সম্পত্তির প্রাচুর্য এবং ক্ষমাশীলতার প্রতীক। যে ব্যক্তির ভাগ্যে বৃহস্পতি গ্রহের প্রভাব ভালো তারা মানুষের কাছে সম্মান এবং ভালোবাসা পান। বৃহস্পতি গ্রহের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে পোখরাজ অত্যন্ত উপকারী। বিশেষ করে জন্মতারিখ অনুযায়ী যাদের রাশি মীন এবং ধনু তাদের বার্থ স্টোন হল পোখরাজ। পৃথিবীর বিভিন্ন জায়গায় পোখরাজ পাওয়া যায়, তবে সব থেকে বিখ্যাত শ্রীলঙ্কার পোখরাজ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version