How To Solve Water Leaking in AC: এসি থেকে টপটপ করে জল পড়ছে ? মিস্ত্রি না ডেকে নিজেই করুন সমাধান

।। প্রথম কলকাতা ।।

 

 

How To Solve Water Leaking in AC: আপনার এসি থেকে টপটপ করে জল পড়ছে? গরম থেকে মুক্তি পেতে একটাই সমাধান এসি। কিন্তু এর সঙ্গে জড়িয়ে একাধিক সমস্যা। যা সত্যিই আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এমন একটা বড় কারণ এসি থেকে জল বের হওয়া। আচমকাই দেখবেন এসি থেকে ফোঁটা ফোটা জল পড়তে থাকছে। তখন জীবন যেন দুর্বিষহ হয়ে যায়। অনেকে তো এই সমস্যা থেকে মুক্তি পেতে এসির নিচে একটি বালতি রেখে দেন। যদিও এর ফলে মেঝেতে জল ছড়ায় না। কিন্তু সমস্যা তো সমাধান এটা নয়।

 

জল পড়ার জন্য মিস্ত্রি ডাকলেও সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। আজকে ডাকলে ৫ দিন পরে হয়তো তার দেখা পাবেন। আবার একগাদা টাকা খরচের ব্যাপার তো রয়েছেই। আপনি যদি টাকা খরচ না করে এর সমাধান চান তাহলে আপনাকে জেনে নিতে হবে কিছু সমাধান। আপনি যদি টাকা খরচ না করে এর সমাধান চান তাহলে আপনাকে জেনে নিতে হবে জলের মতো সহজ কিছু সমাধান।

 

আধুনিক এসির দুটি ইউনিট হয়। এর মধ্যে একটি হলো ইনডোর ইউনি। অপরটি হল আউটডোর ইউনিট। এসির ইউনিট থেকে জল পড়ে কেন জেনে রাখুন এক্ষুনি। কনডেন সেট ড্রেন প্যান নষ্ট হয়ে গেলে। জল ঠিক মত জমা হওয়ার বদলে লিক করে যায়। যার ফলে ঘরের মধ্যে জল পড়ে। কনডেন সেট পাম্প ভেঙে গেলে এমনটা হতে পারে। রেফ্রিজারেনট লেভেল খুব কম থাকলে কয়েল ঠান্ডা হয়ে যায়। এয়ার ফিল্টার-এ ময়লা জমলেও জল লিক করতে পারে। কয়েলের গায়ে ময়লা জমলে বা খুব কম উষ্ণতায় সেটি জমে গেলে জল লিক করতে থাকে।

 

এছাড়াও এসি পাইপের সমস্যা। নিষ্কাশনের ছত্রাক। দেওয়ালে ভুল ভাবে এসি লাগানোর জন্য জল পড়তে পারে। কি করবেন দেখে নিন। আপনার যদি মনে হয় ড্রেন লাইন আটকে গিয়েছে অবিলম্বে এসি বন্ধ করুন। এরপর ইউনিট খুলুন। যতক্ষণ না আপনি এসি ড্রেন লাইন দেখতে পাচ্ছেন আপনি ড্রেন লাইনটি পরিষ্কার করুন।

 

এয়ার ফিল্টার পরিষ্কার না থাকায় এসি থেকে জল পড়তে পারে। এমন পরিস্থিতিতে দু-তিন মাস অন্তর পরিষ্কার করা জরুরি। অনেকেই মনে করেন যে কোনও ধরনের ড্রেন প্যান তাদের এসি ইউনিটের জন্য ভালো। কিন্তু এটা ঠিক নয়। প্রতি ছয় মাস অন্তর ড্রেন লাইনে ভিনেগার ঢালতে হবে। শীততাপ নিয়ন্ত্রণ ইউনিটে ফুটোর সমস্যা রোধ করতে ড্রেন লাইন পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রেন লাইন পরিষ্কার করতে ছমাসে একবার জলে ভিনেগার দিন। এতে পাইপের কাছে থাকা সমস্ত ব্যাকটেরিয়াল মরে যায়। ফলে ছত্রাক জমতে পারবে না। এর ফলে কিন্তু আপনাকে এসি মিস্ত্রি ও ডাকতে হবে না আপনার টাকা ও বেঁচে যাবে।

 

https://fb.watch/sBgg1DgB4k/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

 

Exit mobile version