Shitol Sosthi: সন্তানের মঙ্গল চান? শীতল ষষ্ঠীতে অবশ্যই মানুন এই নিয়ম

।। প্রথম কলকাতা ।।

Shitol Sosthi: সরস্বতী পুজোর দিন বিকেল থেকে শুরু হয়ে যায় সবজি কাটা। সন্ধ্যেবেলা বিশেষ উপায়ে রান্না করা হয় গোটা সেদ্ধ (Gota Seddho)। কারণ তারপর তিনি থাকে শীতল ষষ্ঠী (Shitol Sosthi)। সন্তানের মায়েরা সেদিন কোন গরম খেতে পারেন না। সরস্বতী পুজোর পরের দিন মা শীতলার পুজো দিয়ে সন্তানের মঙ্গল কামনায় ঠান্ডা পান্তা ভাতের সঙ্গে খাওয়া হয় সেই গোটা সেদ্ধ। বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে, আর প্রত্যেকটি উৎসবকে ঘিরে রয়েছে বিশেষ কিছু রীতিনীতি। তবে সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেক মা পুজো দেন, পাশাপাশি অরন্ধন পালন করেন। অর্থাৎ এইদিন গরম কিছু খান না, ঠান্ডা খাবার এবং গোটা সিদ্ধ খেয়ে উপবাস ভাঙেন। মূলত সন্তানের মায়েরা এই ব্রত পালন করে থাকেন। তবে এই পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে, সন্তানের মঙ্গল কামনায় সেগুলো বহু মানুষ মেনে চলেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version