Puffy Eyes: ঘুম থেকে উঠছেন ফোলা চোখ নিয়ে! সহজ- সাধারণ কিছু টোটকায় মিটিয়ে ফেলুন সমস্যা

।। প্রথম কলকাতা।।

Puffy Eyes: সকালে ঘুম থেকে ওঠার পর কিংবা দুপুরে কিছুক্ষণ ঘুমিয়ে ওঠার পর অনেকের ক্ষেত্রেই দেখা যায় চোখের নিচের অংশ ফুলে গিয়েছে। এক্ষেত্রে বহু মানুষের মধ্যে এই ধারণাটি রয়েছে যে ঘুম খুব ভালো হলে চোখ ফুলে যায়। তবে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা বরং ঘুম থেকে ওঠার পর চোখ ফুলে যাওয়া হতে পারে যে কোন রোগের লক্ষণ। অতিরিক্ত পরিশ্রমের ফলে আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়। আর সেই ক্লান্তি (Tiredness) চোখে মুখে ফুটে ওঠে। সেই কারণেও চোখের নিচের অংশ ফুলে যেতে পারে । আবার অনেক সময় অত্যাধিক স্ট্রেসের কারণে ফুলে যায় চোখের নিচের অংশ।

যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাঁরা বারবার চোখ ঘষতে থাকেন। এই কারণে চোখ খানিকটা ব্যাগের মতো ফুলে যেতে দেখা যায়। আসলে আমাদের শরীরের তুলনায় মুখের ত্বক অত্যন্ত সংবেদনশীল। আর মুখের মধ্যে চোখের অংশটি আরও বেশি সংবেদনশীল। এই কারণে শরীরে যেকোনো ধরনের অসুস্থতা লক্ষ্য করা গেলেই তার প্রথম প্রভাব পড়ে চোখে। অনেক সময় দেখা যায় ঠান্ডা লাগলেও চোখ থেকে জল কাটতে শুরু করে। এই চোখ ফুলে (Puffy Eyes) যাওয়াকে অধিকাংশ মানুষই বিশেষ গুরুত্ব দেন না।

কীভাবে কমাতে হবে এই বিষয়টিও অজানা তাদের মধ্যে একাংশের । তাই আজকের প্রতিবেদনে চোখের ফোলা ভাব মুহূর্তের মধ্যে কমিয়ে ফেলার কয়েকটি সহজ টোটকা আলোচনা করা হল। ঘরোয়া উপকরণ দিয়েই খুব দ্রুত চোখের নিচে এই ফোলা অংশটিকে আবার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব।

এই ঘরোয়া টোটকা গুলি কাজে লাগিয়ে নিজের ফোলা চোখকে ঠিকঠাক করা সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রেই চোখ ফোলার নেপথ্যে কোন রোগের ইঙ্গিত থাকতে পারে। তাই ঘরোয়া টোটকায় কাজ না হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত। কারণ চোখের মত সংবেদনশীল অংশে কোন সমস্যা দেখা দিলে সময় থাকতে তার সমাধান না করলে পরবর্তীতে বড় কোন বিপদ ঘটে যেতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version