Side Effects of Lipstick: প্রতিদিন লিপস্টিক ব্যবহার করেন? জানেন ঠোঁটের কিভাবে ক্ষতি করছেন

।। প্রথম কলকাতা ।।

 

Side Effects of Lipstick: এখন সাজগোজের ধরনটা বদলেছে। সকলেই চান লাইট মেকআপ। কিন্তু কিছু না হলেও বাইরে বেরোনোর আগে আমরা সকলেই একটু ঠোঁটে লিপস্টিক ব্যবহার করি। কি ঠিক বলেছি তো? কিন্তু আমরা যারা নিয়মিত লিপস্টিক ব্যবহার করি আমাদের তো একবার মনে হওয়া উচিত প্রতিদিন লিপস্টিক দিলে ঠোঁটের ক্ষতি হচ্ছে না তো? ঠোঁটের রং কালো হয়ে যাবে না তো? সে যত দামি লিপস্টিক হোক না কেন? ক্যেমিকাল তো থাকেই।

 

লিপস্টিকে কিন্তু বেশ কিছু বিপদজনক উপাদান রয়েছে।  যা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। প্রত্যেকদিন লিপস্টিক ব্যবহার করলে যেমন ধরুন শুষ্ক এবং ঠোঁট ফাটা
এলার্জি, পিগমেন্টেশন এগুলো হতেই পারে। কারণ লিপস্টিকে একাধিক ক্ষতিকারক পদার্থ থাকে। খুব বেশি লিপস্টিক ব্যবহার করলে লিউকোডার্মার মতো রোগ হতে পারে।
আসলে লিপস্টিকে পারদ এবং অ্যানটিমনির মতো ক্ষতিকারক পদার্থ থাকে। খনিজ তেল ও থাকে লিপস্টিকে।আবার দীর্ঘ সময় লিপস্টিক ঠোঁটে থাকলে পেটে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ক্ষতি অনিবার্য। আচ্ছা এসব জেনে শুনেও আমরা মেয়েরা কী লিপস্টিক লাগাবো না। তা কখনো হয় নাকি। তবে নিজের ঠোঁটের স্বাস্থ্যের দিকটা কিন্তু নজর রাখতেই হবে।

 

তার জন্য কি করবেন?

প্রথমত আপনি কোন ব্র্যান্ডের লিপস্টিক লাগাবেন সেটা ঠিক করে নিতে হবে। যেহেতু ঠোটের চামড়া খুব পাতলা ও নরম হয় তাই ভালো মানের কোনো লিপস্টিক ব্যবহার করতেই হবে। লিপস্টিক ঠোঁটে দেওয়ার আগে অবশ্যই ব্যবহার করুন। না হলে আপনি লিপ ময়েশচারাইজারও দিতে পারেন। ঠোঁটের গোলাপি আভা ধরে রাখতে সপ্তাহে অন্তত একবার লিপ স্ক্রাব করুন। এতে ঠোটের উপর জমে থাকা মৃত কোষের স্তর উঠে যায়।

 

এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে নারকেল তেল বা আমন্ড অয়েলের মতো কোনো তেল মালিশ করে ঘুমোতে যান। আপনি নিশ্চিন্তে লিপস্টিক ব্যবহার করতেই পারেন শুধু এই প্রয়োজনীয় বিষয়গুলি মাথায় রাখবেন। পারলে কিছু ছোট ছোট বিষয় মাথায় রাখবেন। যেমন বারবার ঠোঁট চাটবেন না। দীর্ঘক্ষণ প্রখর রোদে থাকবেন না।
অ্যানিমিয়া থাকলে লিপস্টিক একটু এভোয়েড করুন। আর হ্যাঁ অবশ্যই লিপস্টিকের মেয়াদ শেষ হওয়ার তারিখ পরীক্ষা করে নিন।

 

আশা করি যারা প্রত্যেকদিন ঠোটে লিপস্টিক দেন তারা জেনে গেলেন ঠোঁটের যত্নে কি কি করতে হবে। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদনটি? আরো কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন জানাতে পারেন কমেন্ট করে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version