Eye Cream: ডার্ক সার্কেলের জন্য দামী আই ক্রিম ব্যবহার করেন? কেনার আগে অবশ্যই এইগুলি মাথায় রাখবেন

।। প্রথম কলকাতা ।।

Eye Cream: চোখের ফোলা ভাব বা ডার্ক সার্কেল কম করতে বিভিন্ন রকম ভালো আই ক্রিম ব্যবহার করছেন, চোখের নিচে ফ্লুইড জমে চোখে ফোলা ভাব বা ডার্ক সারকেল সৃষ্টি হয়। অনেকেই এমন আছেন যারা প্রত্যেকদিন আন্ডার আইক্রিম ব্যবহার করছেন কিন্তু চোখের সব সমস্যার সমাধান হচ্ছে না। বাজারে নামীদামি ব্র্যান্ডের আইসক্রিম পাওয়া যায় সেগুলি কোনটা চোখের তলায় দুর্দান্ত কাজ করে আবার কোনটা মনের মতো ফল দেয় না। কিন্তু চোখের তলায় আপনি যেকোন ক্রিম ব্যবহার করতে পারেন না। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো তা হল ডার্ক সার্কেল দূর করতে আই ক্রিম বেছে নেবেন কিন্তু তাতে কোন কোন উপাদান থাকবে সেটা জেনে নেওয়া অবশ্যই জরুরি।

আসলে চোখের ত্বক অনেক বেশি ভঙ্গুর। এই অংশে শুষ্কতার প্রবণতা ও বেশি। সূর্যের ক্ষতিকর রশ্মি, কাজের ফলে চোখের নিচের অংশে জল জমে চোখ ফুলে যায় কালো দাগায় বলিরেখা সহ বেশ কিছু সমস্যা দেখা দেয়।আই ক্রিম গুলি শুধু চোখের নিচের ত্বকের সুরক্ষার জন্যই বিশেষ ফর্মুলায় তৈরি হয়ে থাকে আজকাল রূপচর্চার দুনিয়ায় ব্যাপক হারে এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়। কিন্তু পেপার মিন্ট লেমন এর মতো এসেনশিয়াল অয়েল চোখের তলায় লাগালে ত্বক জ্বলতে পারে। আই ক্রিম বাছাইয়ের সময় দেখে নিতে হবে কোনো সুগন্ধিযুক্ত উপাদান রয়েছে কিনা, ক্রিম এর গন্ধ ভালো হলে জানবেন সেটা আপনার ত্বকের জন্য উপযুক্ত নয়। সুগন্ধী যুক্ত আই ক্রিম ব্যবহারে চোখে চারপাশে চুলকানি লালচে ভাব বাড়তে পারে।  আই ক্রিম লাগানোর ভুল পদ্ধতিকেই জন্য অনেক সময় কাজ করেনা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

চোখের স্বাস্থ্য ভালো রাখতে চোখে যাতে বয়সে ছাপ না পরে তার জন্য আন্ডার আই ক্রিম লাগানোর আগে এই ভুলগুলো করবেন না। আই ক্রিম ব্যবহার করার আগে মুখ, হাত ভালো করে ধুয়ে নিন। অনেক সময় মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আচমকা ক্রিম লাগানোর কথা মনে হতেই আমরা আই ক্রিম লাগিয়েনি। এমনটা করলে চলবে না। মনে রাখতে হবে নানান গবেষণায় উঠে এসেছে মোবাইল ফোনে প্রচুর পরিমাণে জীবাণু থাকার কথা। সেখান থেকে জীবাণু সহজেই আমাদের হাতে চলে আসে তাই ক্রিম লাগানোর আগে হাত ধরে নিতে হবে। আই ক্রিম লাগানোর ক্ষেত্রে কতটা পরিমাণ ব্যবহার করছেন তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।

সামান্য একটু ক্রিম মটরশুঁটির দানার মতো ক্রিম আঙ্গুলে নিয়ে চোখের তলায় লাগিয়ে চোখের নিচে ছোট ছোট ডটের মতো করে প্রথমে লাগিয়ে নিন। এবার ক্রিম জোর দিয়ে না ডলে আলতো হাতে মালিশ করে নিন। অনিদ্রা মানসিক চাপ দূষণ ত্বকের অযত্ন ডার্ক সার্কেলের সমস্যা বাড়িয়ে তোলে। তাই নিয়মিত চোখের চারপাশে আই ক্রিম লাগাতে হয় এতে চোখের চারপাশের ত্বকের রক্ত সঞ্চালন ভালো থাকে। নাম আন্ডার আই ক্রিম মানুষই শুধুমাত্র চোখের নিচেই আই ক্রিম ব্যবহার করেন ‌। ভালো ফল পেতে চোখের চারপাশে ক্লক ওয়াই মালিশ করে নিন। ভালো ফল পেতে দিনে অন্তত দুবার এই ক্রিম চোখে চারপাশে লাগিয়ে নিন।

আর একটা বিষয় মাথায় রাখবেন চোখের সমস্যা অনুযায়ী আই ক্রিম বাঁছবেন এতে ভালো ফল পাবেন। ভীষন ডার্ক সার্কেল এর সমস্যা থাকলে স্কিন ব্রাইটেনিং ইনগ্রিডিয়েনট যুক্ত আই ক্রিম ব্যবহার করুন। এই উপকরণ গুলি চোখের আশেপাশে ঝিমিয়ে পড়া রক্ত সঞ্চালন ভালো করে তোলে। যাদের চোখের চামড়ার একাধিক সমস্যা রয়েছে তারা মাল্টি স্ট টাস্কিং ক্রিম ব্যবহার করতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version