Upper lip Hair Remover : ঠোঁটের ওপরে অবাঞ্ছিত রোম নষ্ট করছে সৌন্দর্য! ঘরোয়া উপায়ে মুখ রাখুন উজ্জ্বল

।। প্রথম কলকাতা ।।

Upper lip Hair Remover : হাত-পায়ের পাশাপাশি আমাদের মুখেও হালকা পশম কিংবা রোম দেখতে পাওয়া যায়। কারও কিছুটা বেশি হয় আবার কারও কিছুটা কম হয়। তবে যাদের মুখে অবাঞ্ছিত রোম গজিয়ে ওঠে তা্রা স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন। নিয়মিত পার্লারে গিয়ে তাদেরকে নিজের আপার লিপের বাড়তি রোম তুলে ফেলতেই হয়। কারণ কোন মেয়েই ঠোঁটের উপরে হালকা গোঁফের রেখা সাধারণত মেনে নিতে পারেন না।

এই অবাঞ্ছিত রোম তুলে ফেলার জন্য কেউ কেউ বাড়িতে অদ্ভুত কিছু পদ্ধতি অবলম্বন করেন। যেমন অনেকেই হেয়ার রিমুভাল রেজারের ব্যবহার করেন কেউ আবার হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করেন। কিন্তু এই ধরনের উপকরণ গুলি ব্যবহার করায় ত্বকের ভীষণভাবে ক্ষতি হয়। সব সময় পার্লারে যাওয়াও সম্ভব হয়ে ওঠে না। তাই বাড়িতে বসেই ঘরোয়া টোটকায় আপার লিপের বাড়তি রোম তুলে ফেলা সম্ভব। কিন্তু কীভাবে? তা বিস্তারিত জানাতেই আজকের প্রতিবেদন।

* লেবু আর চিনি : পার্লারে সাধারণত রোম তোলার জন্য এক ধরনের গাঢ় বাদামি রঙের ওয়াক্স ব্যবহার করা হয়। অনেকেই হয়তো জানেন না সেটাও লেবুর রস আর চিনি দিয়েই তৈরি করা হয়। এই লেবুর রস আর চিনি এমন একটি উপাদান যা প্রত্যেক বাড়িতেই পাওয়া যায়। এছাড়াও লেবুর রস ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। তাই দুই টেবিল চামচ চিনির সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস আর এক চা চামচ জল মিশিয়ে হালকা গরম করে নিন তরলটি। যখন ঘন হয়ে যাবে তখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন । আর তারপর ঠোঁটের উপরের অংশে লাগিয়ে নিয়ে । শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন । এরপর সেটিকে টেনে তুলে দিন। তাহলেই সমস্যা সমাধান।

* ডিমের সাদা অংশ এবং কর্নফ্লাওয়ার : ডিমের মধ্যে যে সাদা অংশটি থাকে সেটি চুল এবং ত্বক উভয়ের জন্যই ভীষণ ভালো কাজ করে। শুধুমাত্র মুখের বাড়তি রোম নয় ত্বকের গভীরে জমে থাকা ময়লা পরিষ্কার করতেও এই ডিমের সাদা অংশ ভীষণভাবে কাজে লাগে। আপনাকে একটা ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ কর্নফ্লাওয়ার মেশাতে হবে। আর তাতে মিশিয়ে দিন এক চা চামচ চিনি । এরপর তৈরি করে নিন একটা পেস্ট । সেই পেস্ট ঠোঁটের ওপর লাগিয়ে নিন। শুকানোর জন্য ছেড়ে দিন। কড়কড়ে হয়ে শুকিয়ে গেলে হালকা হাতে টেনে তুলে নিন। এই পেস্টটি সপ্তাহে দুবার নিয়মিত ব্যবহার করুন । এতে একদিকে যেমন রোম উঠে আসবে তেমনই রোমের বৃদ্ধি অনেকাংশ কমে যাবে।

* দই এবং বেসন : বেসন আমাদের ত্বককে এক্সফোলিয়েট করতে খুব সাহায্য করে । তাই কেউ যদি বেসনের তৈরি ফেসপ্যাক মুখে নিয়মিত ব্যবহার করতে থাকেন তবে তাঁর মুখের সূক্ষ্ম রোমগুলি উঠে যাবে এবং ত্বক হবে অনেকটাই মসৃণ ও উজ্জ্বল। বেসন , হলুদ গুঁড়ো আর টক দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করে সেটি স্ক্রাবারের মতো মুখে ঘষুন । এতে মুখের মধ্যে থাকা রোম ছিদ্র গুলি আলগা হয়ে যাবে । যার ফলে সহজেই উঠে আসবে রোম। ঠোঁটের ওপরের অংশে লাগিয়েও একইভাবে ঘষতে থাকুন। এরপর কিছুক্ষণের জন্য এভাবেই ছেড়ে দিন। পেস্টটি মুখের মধ্যে শুকিয়ে গেলে শুকনো হাতে ঘষে তুলে দিন । আর তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

উপরে উল্লেখিত টোটকা গুলি একেবারেই ঘরোয়া। তাই এই গুলির সাইড এফেক্ট হওয়ার কোনরকম সম্ভাবনা নেই। তবে অবশ্যই নিয়মিত করতে হবে । তাহলেই ফল পাওয়া যাবে। ঘরোয়া উপকরণ দিয়ে আপার লিপ কিংবা সম্পূর্ণ মুখের অবাঞ্ছিত রোম তুললে ত্বকের কোনরকম ক্ষতি হবে না। বরং পার্লারে থ্রেডিং করাতে গিয়ে যে ব্যথা আপনি পেতেন তাও পাবেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version