Turtle: গৃহে অশান্তি, ব্যবসায় মন্দা, সব সমস্যার সমাধানে ঘরে আনুন বিশেষ ‘কচ্ছপ’

।। প্রথম কলকাতা ।।

Turtle: হিন্দু ধর্মে কচ্ছপকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু মহাবিশ্বকে বাঁচাতে কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। কচ্ছপটি সমুদ্র মন্থন থেকে দ্বিতীয় অবতার হিসেবে আবির্ভূত হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপে, মান্দার পর্বতকে তার পিঠে ধরে রেখেছিলেন তাই এটি আজও পুজিত হয়। এছাড়া বাস্তুশাস্ত্রে কচ্ছপকে শুভ বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্রে ধাতব কচ্ছপকে ঘরে রাখা শুভ বলে মনে করা হয়। বাড়িতে বা অফিসে ক্রিস্টাল কচ্ছপ রাখলে বাস্তুর দোষ দূর হয়। ভগবান বিষ্ণুর স্ত্রী হলেন লক্ষ্মী তাই কেউ যদি বাড়িতে একটি কাঁচের কচ্ছপ নিয়ে আসেন তাহলে তা বাড়ির জন্য খুব ইতিবাচক বলে মনে করা হয়। বাড়িতে একটি ইতিবাচক শক্তি বাস করে ধন-সম্পদ এবং শস্য প্রাপ্ত হয়। মনে করা হয় ভগবান কুবের এবং লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয়। যদি কোনো বাস্তু দোষ বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকে বা অর্থ প্রাপ্তিতে কোনো প্রতিবন্ধকতা দেখা দেয় তাহলে কচ্ছপ (Turtle) ঘরে রাখলে সেই সমস্ত সমস্যা দূর হবে।

তবে বাড়িতে কচ্ছপ রাখার কিছু নিয়ম নীতি রয়েছে এ নিয়মগুলি যদি সঠিকভাবে অনুসরণ করলে কচ্ছপ আপনার জন্য খুব শুভ বলে পরবর্তী কালে প্রমাণিত হবে। কচ্ছপ অত্যন্ত কার্যকরী বস্তু বা বাস্তুদোষ দূর করে। যদি কারোর অর্থ সংক্রান্ত সমস্যা থাকে তবে তার কাছে একটা ক্রিস্টাল (Crystal) কচ্ছপ রাখা উচিত। ঘরে ক্রিস্টাল কচ্ছপ রাখলে বাড়ির সদস্যরা সুস্থ থাকেন ও দীর্ঘায়ু হন। যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কচ্ছপকে সঙ্গে রাখলে চাকরি এবং পরীক্ষাতেও সাফল্য পাওয়া যায়।

তবে যে কোনো ধাতুর কচ্ছপ রাখার সময় দিকটির যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। কারণ কচ্ছপকে ভুল দিকে রাখলে শুভর পরিবর্তে অশুভ ফল লাভ হতে পারে। নতুন ব্যবসা (Business) শুরু করার সময় আপনার দোকান বা অফিসে একটি রুপোর কচ্ছপ রেখে দিন শুভ ফল দেবে। ঘরে কচ্ছপ রাখলে জীবন শক্তির প্রবাহ সমান থাকে স্থিতিশীলতা বাড়তে থাকে এবং উত্থান পতন কম হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version