।। প্রথম কলকাতা ।।
ভারতের প্রলয়ে খড়কুঁটোর মতো উড়ে যাবে চীন পাকিস্তান। বর্ডারে রকেট ফোর্স এবার আরও শক্তিশালী। প্রলয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন বড় সিদ্ধান্ত। রেঞ্জ বাড়ানোর প্ল্যান প্রলয়ের। টার্গেট নিখুঁত, মাঝ আকাশেই বদলাতে পারে গতিপথ। ট্র্যাক করতে ঘাম ছুটবে শত্রুশিবিরের। কোন পথে এগোচ্ছে দেশের বাহিনী? রকেট ফোর্সে প্রলয় কতটা গুরুত্বপূর্ণ? এই রণকৌশলে, চীন পাকিস্তান সীমান্তে আরও আক্রমণাত্মক ভারত। দেশের উত্তর সীমান্তে বিপদ ঠেকাতে তৈরি হচ্ছে ভারত। আরও দুটো প্রলয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন এর তোড়জোড় শুরু। এবার আরও বেশি পাওয়ারফুল হবে রকেট বাহিনী।
ভারতের দুই প্রতিবেশী দেশ চীন-পাকিস্তানের হাতে যা ব্যালিস্টিক মিসাইল রয়েছে তার বিরুদ্ধে প্রলয় একাই একশো। প্রলয়, কোয়াসি-ব্যালিস্টিক Surface-to Surface Missile। ৫০০ কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্র শত্রু দেশের ইন্টারসেপ্টর মিসাইলকে প্রতিহত করার উদ্দেশ্যেই তৈরি। এটাকে অন্য কোনও মিসাইল দিয়ে খুব সহজে ধ্বংস করা যায় না। একবার লক্ষ্যবস্তুতে নিশানা করলে এর গতি রোধ করা সম্ভব নয়। শত্রু ঘাঁটি তছনছ করে তবেই থামবে। প্রলয়কে যাতে ট্র্যাক করা না যায়, তার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই মিসাইলে। সবচেয়ে বড় কথা, এই মিসাইল মাঝ আকাশে গতিপথ বদলাতে পারে।প্রলয়ের রেঞ্জ ১৫০ কিমি থেকে ৫০০ কিমি। যদিও ভারতীয় সামরিক বাহিনী চায়, প্রলয়ের রেঞ্জ যাতে অন্তত পক্ষে কয়েকশো কিমি বাড়ানো যায়। এই ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গ্যানাইজেশন – DRDO,
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ও পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করা প্রলয় চালনা করবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রকেট বাহিনী। কিন্তু যে রকেট ফোর্স প্রলয় ছাড়া অসম্পূর্ণ সেটা আসলে কি? এক এমন রণকৌশল, যে পথ দেখিয়েছিলেন প্রয়াত চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। পাক-চীন সীমান্তে আরও আক্রমণাত্মক বাহিনী তৈরির জন্য রকেট ফোর্স তৈরি করেছে ভারত। নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নানান রকম ব্যবস্থা নিয়েছে, নিচ্ছে। প্রয়াত সিডিএস বলেছিলেন, চিনের আগ্রাসী মনোভাবের সামনে শক্ত প্রতিপক্ষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবে দেশ। সেই পথেই এগোচ্ছে দেশের বাহিনী। রকেট ফোর্স তৈরিতে ভারতের ঠিক কী পরিকল্পনা তা বিস্তারিত বলেননি বিপিন রাওয়াত। তবে, বায়ুসেনাকে নিয়ে তৈরি রকেট বাহিনীতে প্রলয় ক্ষেপণাস্ত্র প্রস্তুতির প্রথম ধাপ। জানিয়ে রাখি, গত ডিসেম্বরে প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বায়ুসেনার জন্য প্রলয় মিসাইলের ইউনিটের মঞ্জুরি দিয়েছিল। তারপর এই পদক্ষেপ। এরজন্য খরচ হবে ৭,৫০০ কোটিরও বেশি টাকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম