।। প্রথম কলকাতা ।।
Solo Traveller: নতুন নতুন জায়গা খুঁজে বের করা, নতুন নতুন জায়গায় গিয়ে সেখানকার সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়া অনেকেরই বেশ পছন্দের। যুগ যুগ ধরে পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া, বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়ার প্রচলন রয়েছে। কিন্তু বিগত কয়েক বছর ধরে একা ঘুরতে যাওয়ার ট্রেন্ড অথবা ক্রেজ যাই বলুন না কেন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যাকে এক কথায় বলা হয় সোলো ট্রাভেলিং অর্থাৎ একা ভ্রমণ। আর এই সোলো ট্রাভেলার হিসেবে শুধু পুরুষ নন মহিলারাও বেশ উৎসাহী। কিন্তু বাড়ি থেকে বাইরে বেরোলেই তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত থাকতেই হয়।
বর্তমান সমাজ ব্যবসাকে মাথায় রেখে একেবারে নিশ্চিন্তে একা এক দেশ থেকে অন্য দেশ ঘুরে বেড়ানো যায় না। এমনকি ভারতের মধ্যেও একা মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়টি খুব একটা নিরাপদ বলে মনে করা হয় না। কিন্তু নারীরা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিয়েছেন। তাতে বাড়তি সংযোজন যদি হয় তবে ক্ষতি তেমন কিছু নেই। বেশ কিছু আইন রয়েছে যেগুলি একজন সোলো ট্রাভেলার মহিলার জন্য জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। যাতে তিনি যদি কোন অকল্পনীয় পরিস্থিতির সম্মুখীন হন তবে নিজেকে বাঁচাতে পারবেন।
* ধারা ৩৫৪ : আইপিসি ধারা ৩৫৪ লাগু করা হয় এমন কোন ব্যক্তির উপর যে কোন মহিলার মর্যাদা এবং সম্মানের ক্ষতি করে। কোন মহিলাকে যদি কারো জন্য লাঞ্ছনার শিকার হতে হয় অথবা তাঁর সঙ্গে যদি অস্বাভাবিক আচরণ করা হয়, তাঁর মতের বিরুদ্ধে তাকে কাজ করার জন্য জোর করা হয় তবে এই ৩৫৪ ধারা ব্যবহার করা হয়। এই আইনে অভিযুক্ত ব্যক্তির দু’বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে জরিমানাও দিতে হতে পারে তাকে।
* ধারা ৫০৯ : কোন মহিলার সম্মানকে ক্ষতি করলে তাকে অশ্লীল কথা বললে অথবা তাকে উদ্দেশ্য করে কোনো রকম অশ্লীল অঙ্গভঙ্গি করলে আইনের দৃষ্টিতে সেই ব্যক্তিকে দোষী বলে মনে করা হয়। আর তাঁর বিরুদ্ধে লাগু করা হয় আইপিসির ৫০৯ ধারা। এই ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির কারাদণ্ড হতে পারে এক বছরের। এছাড়াও তাকে জরিমানা দিতে হতে পারে। অনেক ক্ষেত্রে দুই একসাথে হতে পারে।
* ধারা ৩৭৬ : কোন মহিলাকে তাঁর মতের বিরুদ্ধে গিয়ে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য জোর করা হয় তবে সেটি ধর্ষণের বিভাগের অধীনে চলে যায়। আর অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেয় প্রশাসন। এই ক্ষেত্রে আইপিসির ৩৭৬ ধারা লাগু করা হয়। এতে অভিযুক্ত ব্যক্তির কমপক্ষে সাত বছরের জেল হতে পারে। এছাড়াও অনেক ক্ষেত্রে অপরাধ ঘৃণ্যতম হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া হয়।
নতুন বছরে একা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন ? অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি :
- একজন মহিলা হয়ে যদি একা কোন জায়গায় আপনি ঘুরতে যেতে চান তবে অপরিচিত কোন মানুষের সাথে অতিরিক্ত কথা বলবেন না । নিজের সম্পর্কে অতিরিক্ত কোন তথ্য তাকে দেবেন না।
- আপনি কোথায় যাচ্ছেন, সেখানে গিয়ে কোথায় উঠবেন, সেই হোটেল কতটা ভালো রিভিউ পেয়েছে এই সমস্ত বিষয়ে অনলাইনে আগে থেকেই পর্যালোচনা করে নিন। তারপরে নিজে সিদ্ধান্ত নিন।
- যেকোনো জায়গায় আপনি ঘুরতে গেলে অবশ্যই লাইভ লোকেশন অন করে রাখুন । আর আপনার কাছের মানুষ যেমন পরিবারের সদস্যদের সঙ্গে সেই লোকেশন শেয়ার করুন। এতে আপনার পরিবারের সদস্যরাও জানতে পারবেন আপনি ঠিক কখন কোথায় রয়েছেন।
- নিজের সাথে অবশ্যই একটি পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করুন। এতে আপনার ফোনের ব্যাটারি ডাউন হয়ে যাবার কোন ভয় থাকবে না।
- ঘুরতে যখন যাচ্ছেন ব্যাগ অবশ্যই সাথে থাকবে। তাই সেই ব্যাগে মনে করে রাখুন একটা গোলমরিচ স্প্রে এবং ছোট ছুরি। শুধুমাত্র ঘুরতে যাওয়ার ক্ষেত্রেই নয় প্রতিটি মেয়ের কাছে এই দুটি জিনিস থাকা অত্যন্ত প্রয়োজন। অফিস থেকে ফেরার পথে অথবা নিজের কাজের জায়গা থেকে ফেরার পথে অনেক সময় রাস্তায় এমন অপ্রীতিকর ঘটনা ঘটে যেগুলি আমরা কল্পনাও করতে পারি না সে ক্ষেত্রে নিজের নিরাপত্তা রক্ষা করার জন্য প্রস্তুত থাকুন আগে থেকেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম