Dry Skin: শুষ্ক ত্বকের সমস্যায় নাজেহাল হয়ে পরেছেন? মাত্র একটি উপাদান করবে হাজার সমস্যার সমাধান!

।। প্রথম কলকাতা ।।

Dry Skin: শুষ্ক ত্বকের সমস্যায় নাজেহাল হয়ে পরেছেন? পুজোর আগে চোখের তলার কালিও তুলতে চান নিশ্চয়ই? মাত্র একটি উপাদান করবে হাজার সমস্যার সমাধান। খুব সহজেই মাত্র একটি উপাদান ব্যবহার করলেই দেখতে পাবেন ম্যাজিক। আপনার ত্বক হবে উজ্জ্বল, কোমল এবং ব্রোনোমুক্ত।সব সমস্যার সমাধান লুকিয়ে একটি জিনিসেই। কোন জিনিস?? কীভাবে ব্যবহার করবেন?

সংসার আর অফিস সামলে রূপচর্চার সময়ই পাওয়া যায়না! এর থেকে ভালো হয়, যদি একটাই উপাদান দিয়ে সবদিক সামলানো যায়। আর সেই রকমই একটি উপাদান হল টক দই। টক দইকে ঠিক মতো ইউস করলে, ত্বকের একগুচ্ছ সমস্যার সমাধান পেয়ে যাবেন একসঙ্গে। শুষ্ক ত্বককে আর্দ্র এবং কোমল করা থেকে শুরু করে, ব্রোনো দূর করা এবং চোখের কালি তোলা। সবকিছুতেই দারুন কার্যকরী সামান্য একটু দই।

কিভাবে ব্যবহার করবেন?

ত্বকে আর্দ্রতা ও জেল্লা আনতে দইয়ের সঙ্গে গোলাপজল মিশিয়ে সারা মুখে লাগিয়ে নিন। মিনিট দশেক রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। দই প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে ত্বক আর্দ্র আর কোমল করে তুলবে। এবং ত্বক উজ্জ্বল হবে।

আর ব্রণ দূর করার জন্য কি করবেন?

এক টেবিল চামচ টক দই নিয়ে তুলো দিয়ে ব্রণর উপরে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দিনে লাগালে ঘণ্টা দুয়েক লাগিয়ে রাখুন, তার পর ধুয়ে নিন। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের সংক্রমণ দূর করে। ব্রণর সমস্যা দূর হয় সহজেই। তবে নিয়মিত ব্যবহার করলে তবেই কাজ হবে।

সারা রাত না ঘুমিয়ে চোখের তলায় কালি পড়েছে? টক দইয়ে তুলো ডুবিয়ে চোখের তলায় আলতো করে লাগিয়ে নিন। দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দই চোখের নীচের ফোলা ভাব কমায়, কালো ছোপও দূর করে।

শরীরে র‍্যাশ বেরোলেও, র‍্যাশের উপরে ক্রিম লাগানোর মতো করে দইয়ের প্রলেপ দিয়ে ব্যান্ডেজ জড়িয়ে রাখুন।যতদিন সংক্রমণ পুরোপুরি না কমছে, দিনে দু’বার এভাবে দই লাগান। দইয়ের প্রোবায়োটিকস যে কোনও সংক্রমণ কমাতে পারে। পুরনো ব্রণর দাগ-সহ যে কোনও দাগছোপ কাটাতে সাহায্য করে টক দই। নিয়মিত এই টোটকা গুলো ব্যবহার করুন ফল নিশ্চিত পাবেন।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version