Itu puja: ইতু শস্য, সৌভাগ্য আর মঙ্গলের প্রতীক, কিভাবে করবেন এই পুজো?

।। প্রথম কলকাতা ।।

Itu puja: অগ্রহায়ণ মাসে গ্রাম বাংলার অতি পরিচিত ইতু পুজো। ইতু গ্রাম বাংলার লক্ষ্মীর সঙ্গে মিশে হয়ে উঠেছেন শস্য, সৌভাগ্য আর মঙ্গলের প্রতীক। প্রতি রবিবার উপবাস রেখে পুজো করা হয় বলে একে সূর্যের পুজোও বলা হয়ে থাকে। ইতু পুজোকে সূর্য (Sun) উপাসনা বলা হলেও এই পুজোর রীতি ও উপাচার বিশ্লেষণ করে ইতুকে মাতৃদেবী রূপেই গণ্য করেন অনেকে।

ইতুর ঘটের গা সিঁদুর দিয়ে আঁকা হয়। ভেতরে দেওয়া হয় শস্যদানা (Grain) ও তৃণগুচ্ছ। খড়ের বিঁড়ের ওপরেই ইতুর সরাকে বসানো হয়। এর পর ওই সরাতে দেওয়া হয় মাটি। মাটি পূর্ণ সরার মাঝে ঘট স্থাপন করতে হয়। আর বাকি অংশে থাকে কলমি, সরষে, শুষনির মূলসহ শাক। এ ছাড়া ধান, মানকচুর মূল লাগানো হয়। ছোলা মটর মুগ তিল যব সহ আট রকমের শস্যের বীজও ছড়ানো হয়ে থাকে।

কুমারী মেয়েদের পতিলাভ বা বিবাহিত মেয়েদের সন্তানলাভের আকাঙ্ক্ষা, সংসারের কল্যাণ কামনাতেও ইতু পুজো (Itu puja) বহু প্রাচীন কাল থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে হয়ে আসছে। পুজো শেষে সবাই গোল হয়ে শুনতে বসে ব্রতকথা। ইতুব্রতকথায় বলা হয়েছে, অষ্টচাল অষ্টদুর্বা কলসপত্র ধরে। ইতুকথা একমনে শুন প্রাণ ভরে।বাংলা মেয়েরা নিজেরাই এই পুজো করে থাকেন। ইতুকে সাধভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও। সেদিন নতুন গুড় ও চাল দুধ (Milk) দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয়।

একটি সুন্দর মাটির সরাতে মাটি ভরে তার মধ্যে দুটি ঘট,সুপারি, মান, কচু, কলমীলতা, হলুদ, আখ, শুষনি, সোনা (Gold) ও রুপোর টোপর, জামাই-নাড়ু, শিবের জটা, কাজললতা রেখে ফুলের মালা, ধূপ-দ্বীপ-সিঁদুর প্রভৃতি পুজোর উপকরণ ও ফল-মিষ্টান্ন ও নবান্ন। আরো অনেকে অনেক কিছু দিয়ে সাজিয়ে এই প্রথা করে থাকেন।

মেয়েরা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু ঠাকুরের পুজো করে থাকেন। ইতু পুজোর নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে কার্ত্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত পুজোর নিয়ম। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে পুজো করে সংক্রান্তির দিন পুজো করতে হয়। এই পুজো দুই ভাবে পালিত হয়৷ প্রথমতঃ -কার্তিক মাসের সংক্রান্তি তে শুরু করে, অগ্রহায়ণ মাসের সব কটি রবিবার পালন করে, অগ্রহায়ণ সংক্রান্তি তে পুজো করে ব্রত উদযাপন করা যায়৷ শুধুমাত্র অগ্রহায়ণ সংক্রান্তিতে ব্রত পালন ও উদযাপনও কোন কোন পরিবারের নিয়ম থাকে৷ অগ্রহায়ণ সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং এই অবস্থানে সূর্যের নাম মিত্র। রবিবার পুজো করা হয় বলে এই পুজোকে সূর্যের পুজোও বলা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version