Pregnancy : স্বল্প সময়ের ব্যবধানেই দ্বিতীয়বার মা হওয়ার চিন্তাভাবনা ? বিষয়টি কতটা ঝুঁকি সম্পন্ন

।। প্রথম কলকাতা ।।

Pregnancy : সন্তানকে মানব জীবনের সব থেকে বড় ভগবানের উপহার হিসেবে দেখা হয়। এমন অনেক মহিলাই রয়েছেন যারা শারীরিক কোন কারনে গর্ভধারণে অক্ষম। কাজেই তাদের কাছে একটি সন্তানের মূল্য অনেক বেশি। সাধারণত প্রত্যেকটি দম্পতির কাছে তাদের প্রথম সন্তানের (First Child) জায়গা কিছুটা আলাদা হয়। সে স্নেহ ভালবাসার দিক থেকে হোক কিংবা তাকে গুরুত্ব দেওয়ার দিক থেকেই হোক। প্রথম সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তান (Second Child) নেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করে থাকেন অনেক দম্পতি। তবে এর মাঝে কতটা সময় বিরতি হিসেবে রাখা উচিত ?

* মায়ের শারীরিক ধকল

সাধারণত চিকিৎসকরা বলে থাকেন, শারীরিক যদি কোন রকম সমস্যা না থাকে তাহলে প্রথম সন্তানের পর অন্ততপক্ষে এক বছরের ব্যবধান রেখে পরবর্তী সন্তান সম্পর্কে চিন্তা ভাবনা করা ঠিক হয় । কারণ প্রথমবার সন্তান ধারণের সময় মায়ের শরীরে বড়সড় রকমের পরিবর্তন আসে। সহ্য করতে হয় বেশ কিছুটা ধকল । তাই প্রথম সন্তানকে জন্ম দেওয়ার পর মাঝে কিছু সময় শরীরকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার মত সময় দিতে হয়। না হলে পরবর্তীতে নবজাতক (New Born) এবং মায়ের শরীরের উপর চাপ পড়তে পারে। শিশু অপুষ্টির শিকার হতে পারে।

* প্রথম ও দ্বিতীয় সন্তানের মাঝে বয়সের ফারাক

একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে, কোন মহিলাকে প্রথম সন্তান জন্ম দেওয়ার পর দ্বিতীয় বার কনসিভ (Conceive) করার জন্য কমপক্ষে ১৮ থেকে ২৩ মাস পর্যন্ত সময়ের ফারাক রাখা উচিত। এতে মায়ের শরীর সম্পূর্ণভাবে আগের জায়গায় ফিরে আসতে পারে এবং দুই সন্তানের মধ্যে বয়সের পার্থক্য (Age Gap) একেবারেই ঠিক থাকে। দুটি সন্তান যদি একেবারে কাছাকাছি বয়সী হয় তাহলে তাদের দুজনকে সামাল দেওয়া একা মায়ের পক্ষে খানিকটা মুশকিল হয়ে দাঁড়ায়।

* আর্থিক ধাক্কা

পরিবারের নতুন সদস্য হিসেবে প্রথম সন্তানের জন্মের পর তাঁর পেছনে যথেষ্ট পরিমাণ টাকা খরচ করতে হয়। কারণ তার জন্য সবথেকে ভালো জিনিসটাই মা বাবা নিয়ে আসতে চান। এছাড়াও একটি শিশুর পেছনে তাঁর খাওয়ার খরচ থেকে শুরু করে চিকিৎসক, ওষুধ, জামাকাপড় সহ আরো অন্যান্য আনুষাঙ্গিক জিনিসগুলির খরচ বহন করতে হয় মা-বাবাকে। তাই দ্বিতীয়বার সন্তান ধারণ করার আগে অবশ্যই আর্থিক (Financial Condition) দিকটিক ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন। প্রথম সন্তানকে যেভাবে তাঁর চাহিদা অনুযায়ী সবকিছু দেওয়া হয়েছে দ্বিতীয় সন্তানকেও যাতে তা দেওয়া যায় এমন পরিস্থিতি থাকলে তবেই এগোনো ভালো। এই দিকগুলি বিশ্বাস করে মাথায় রাখা প্রয়োজন যে কোনো সাধারণ মধ্যবিত্ত পরিবারের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version