Eye Blinking : চোখের কাঁপুনিতেই লুকিয়ে আছে শুভ-অশুভর রহস্য ! সংকেত জানা আছে কি ?

।। প্রথম কলকাতা ।।

Eye Blinking : বাড়ির বয়স্করা অনেক সময় বলে থাকেন বাম চোখের পাতা নাচছে তার মানে নিশ্চয়ই কিছু খারাপ হতে চলেছে। আবার বাম চোখের পাতা নাচলেই কোন কিছু ভালোও হতে পারে। তবে এই ভালো আর খারাপ নারী এবং পুরুষের ক্ষেত্রে আলাদা। এই কারণে বাম চোখের পাতার কাঁপুনি (Eye Blinking) মহিলাদের ক্ষেত্রে শুভ লক্ষণ হয়ে থাকলেও পুরুষের ক্ষেত্রে একেবারেই নয়। চোখের পাতার কাঁপুনির সাথে ভালো খারাপের সম্পর্ক কীভাবে হতে পারে, এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। আদৌ কি এর পেছনে কোন যুক্তি আছে নাকি পুরোটাই মনগড়া বিশ্বাস? চলুন জেনে নেওয়া যাক চোখের পাতা কাঁপলে কী কী হতে পারে।

* বাম চোখের পাতার কাঁপুনি

মনে করা হয় কোন মহিলার বাম চোখের পাতা যদি ঘনঘন পড়তে থাকে অথবা চোখ কাঁপতে থাকে তার মানে তাঁর জন্য কোন ভালো খবর অপেক্ষা করছে । হতে পারে কোন সুখবর আসতে চলেছে সেই মহিলার জন্য। আবার কোন মহিলা যদি কর্মজীবী হন এবং তাঁর সাথেও একই ঘটনা ঘটে তাহলে তাঁর কর্ম ক্ষেত্রে কোনো ভালো খবর আসতে চলেছে। তবে পুরুষদের জন্য বাম চোখের পাতার কাঁপুনি একেবারে ভালো বলে মনে করা হয় না। বরং এটা তাদের জন্য অশুভ লক্ষণ , এমনটাই বিশ্বাস করা হয়। পুরুষদের বাম চোখ ঘনঘন কাঁপলে তিনি কোন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন অথবা তাঁর আত্মসম্মানে আঘাত পৌঁছাতে পারে , এমনটাই মনে করা হয়।

* ডান চোখের পাতার কাঁপুনি

এক্ষেত্রে ঠিক উল্টো। যদি কোন মহিলার ডান চোখের পাতা বারবার কাঁপতে থাকে, তাহলে ধরে নিতে হবে এবার কোনো অশুভ ঘটনা ঘটতে চলেছে। কিংবা এমন কোন খবর আসতে চলেছে যা ভালো নয়। কখনই মহিলাদের ডান চোখ কাঁপাকে ভালো বলে মনে করা হয় না। এই নিয়ম পুরুষদের জন্য খানিকটা আলাদা । অর্থাৎ কোন পুরুষের যদি ডান চোখের পাতা ক্রমাগত নড়তে থাকে তাহলে তাঁর আর্থিক লাভ হতে পারে। ভালো কোন সুযোগ আসতে পারে তাঁর হাতে। আটকে থাকা কোন কাজ মিটে যেতে পারে।

দুটি চোখের পাতায় যদি একসাথে কাঁপতে থাকে তাহলে ঠিক কী হতে পারে? এই নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রচলিত একটি বিশ্বাস রয়েছে । একসঙ্গে দুটি চোখের পাতা কাঁপলে এমন কোন বন্ধুর সাথে দেখা হতে পারে দীর্ঘদিন যার সঙ্গে আপনার কোন রকম যোগাযোগ নেই। এই প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি তথ্য একেবারেই সাধারণ বিশ্বাসের ভিত্তিতে সংগ্রহ করা। এই তথ্যগুলি কোনভাবেই নিশ্চিত করে না প্রথম কলকাতা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version