House pet: তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে বাড়ির পোষ্যটি? এই টিপস ফলো করলেই চনমনে থাকবে আপনার সঙ্গী

।। প্রথম কলকাতা ।।

 

House pet: চাঁদিফাটা গরমে অসুস্থ হয়ে পড়ছে বাড়ির পোষ্যরা? প্রখর গ্রীষ্মে কাহিল হয়ে পড়ছে প্রিয় পোষ্যটি? তীব্র দাবদাহে আলাদা করে যত্ন না নিলেই হচ্ছে বিপদ! খাওয়াতে অরুচি, ঝিমুনি ভাব! চেনা সঙ্গীটিকে যেন চেনাই দায়। এমন পরিস্থিতিতে তাকে ঠিক রাখতে কী কী করবেন জানেন?আজ আপনাদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ টিপস। এইভাবে যত্ন নিলেই আপনার প্রিয় পোষ্য থাকবে চনমনে।

 

ক্রমশ চড়ছে উষ্ণতার পারদ। সেই সঙ্গে বাড়ছে তীব্র অস্বস্তি। দিনের বেলা ঘরের বাইরে বেরোনোই দায়। বাড়ির বাইরে পা রাখলেই ঝলসে যাচ্ছে চোখমুখ। মানুষই ঠিক থাকতে পারছেনা তো পোষ্যরা কীভাবে সুস্থ থাকবে? প্রায় বাড়িতেই দেখা যাচ্ছে গরমে কাহিল হয়ে পড়ছে প্রিয় পোষ্যটি। কীভাবে সুস্থ রাখবেন নিজের পোষ্যটিকে?

 

আসলে এরকমটা হয়েই থাকে। হয়ত পোষ্যটিকে সুস্থ রাখতে আপনার দিক থেকে কোনও খামতি আপনি রাখছেন না। তবুও কোথাও গিয়ে ভুল হয়েই যাচ্ছে। অজান্তে ঘটে যাওয়া কিছু ছোটখাটো ভুলের কারণে অসুস্থ হয়ে পড়ছে আপনার প্রিয় সঙ্গিটি। তবে চিন্তা নেই। আজ আমরা এমনকিছু টিপস আপনাদের দেব, যা ফলো করলেই চনমনে থাকবে আপনার অনুচর। এই গরমেই তরতাজা হয়ে উঠবে আপনার প্রিয় সঙ্গীটি।

 

তবে এরজন্য প্রথমেই জানতে হবে, ঠিক কী কারণে অসুস্থ হয়ে পড়ছে আপনার প্রিয় পোষ্য। মনে রাখতে হবে, এই গরমে মানুষের চেয়েও কয়েকগুন বেশি কষ্ট পায় এই অবলা প্রাণীগুলো। বিশেষ করে মুখে বলতে না পারার কারণে তাদের কষ্টটা চাপা থেকে যায়। যে কারণে আপনাকেই বুঝে নিতে হবে এই অবলা সন্তানটিকে কোন খাবার দেবেন! জানতে হবে, এই গরমে কোন ধরণের খাবার তার জন্য উপযুক্ত, আবার কোন খাবারে অসুস্থ হয়ে পড়তে পারে পোষ্যরা। আর এই বিষয়ে কিছু কার্যকরী টিপস নিয়ে এসেছেন আমাদের বিশেষজ্ঞরা।

 

চিকিৎসকরা জানাচ্ছেন, এই গরমে পোষ্যকে সুস্থ রাখতে হলে ছায়া এবং ঠান্ডা জায়গার বিশেষ প্রয়োজন। সেই সাথে পর্যাপ্ত পরিমাণ জল। বিশেষ করে, জল যেন কোনোভাবেই গরম না হয়ে যায়। সেই সাথে লক্ষ্য রাখুন, আপনার সঙ্গীটি একবারে অনেকটা খাবার খেয়ে নিচ্ছে না তো? চেষ্টা করুন বারবার অল্প অল্প খাবার দেওয়ার।

 

এসব ছাড়াও নজর রাখুন খাবারের গুণমানের দিকেও। গরম থেকে বাঁচতে আপনি যেমন সাদামাটা খাবার খাচ্ছেন, তেমনই সাদামাটা খাবার দিন পোষ্যকেও। এবং এই গরমে নিয়মিত তাদের স্নান করানো প্রয়োজন। তবে খুব বেশি রোদে স্নান করাবেন না। চেষ্টা করুন সকালের দিকেই স্নান করিয়ে দিতে। বাজারে তাদের জন্য বিশেষ শ্যাম্পু, সাবান পাওয়া যায়। প্রয়োজনে সেসব কিনে আনুন।

 

যদি কখনও দেখেন পোষ্যরা ঠিকমত খাওয়া দাওয়া করছেনা বা খাওয়ায় অরুচি রয়েছে তাহলে অবহেলা করবেন না। কারণ মনে রাখবেন, শরীর খারাপ হলে পোষ্যরা সবার আগে খাওয়া বন্ধ করে দেয়। এরকম পরিস্থিতিতে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version