।। প্রথম কলকাতা ।।
Covid 19: দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। লাগাম টানতে গাইডলাইন ইতিমধ্যেই গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সোমবার আপডেট করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৩,৬৪১ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,২১৯ জন। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩০,৮৯২ জন।
দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৬.১২ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ২.৪৫ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে সক্রিয় সংক্রমণের হার ০.০৫ শতাংশ। দেশে কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের শেয়ার করা তথ্য অনুসারে, কোভিড মামলার মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪.৪৭ কোটি (৪,৪৭,২৬,২৪৬)। তবে উদ্বেগের মধ্যেও স্বস্তি বাড়িয়েছে সুস্থতার হার। দেশে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,৮০০ জন।
এই রোগ থেকে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪.৪১ কোটি (৪,৪১,৭৫,১৩৫)। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত ২২০.৬৬ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রতি রাজ্যেই সতর্কতা অবলম্বনের জন্য বার্তা পাঠানো হয়েছে। সুস্থ থাকতে মাস্ক পরা, বারবার স্যানিটাইজার হাত ধোয়া এবং সেই সঙ্গে দূরত্ববিধি বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। বিশেষজ্ঞের তরফে জনসাধারণকে বারে বারে সচেতন করা হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম