Covid-19: ভয় ধরাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, কী খবর বাংলার ?

।। প্রথম কলকাতা ।।

Covid-19: ফের ভয় ধরাতে শুরু করেছে করোনা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিতর সংখ্যা অনেকটা বেড়েছে। এক দিনে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১৪ জন। গত ৭ মাসে দেশে যা সর্বোচ্চ। গত ২১ মে’র পর এই প্রথমে এক দিনে দেশে এত সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হলেন। দেশে হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক। পর্যালোচনা বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় ছিলেন বৈঠকের নেতৃত্বে। করোনার বাড়বাড়ন্তের জন্য সতর্ক করা হয়েছে সব রাজ্যকে। সর্বক্ষণ নজর রাখা হচ্ছে করোনা পরিস্থিতির দিকে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যারা করোনা সংক্রমিত হয়েছেন তাদের নমুনা সার্স কোভ ২ জিনোমিক্স কনসর্টিয়ামের পরীক্ষাগারে পাঠাতে।

স্বাস্থ্য দফতরের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং রাজ্য যে কোনও জরুরি অবস্থা মোকাবেলা করতে প্রস্তুত। ভারতে JN.1 ভ্যারিয়েন্টের প্রথম কেস সনাক্ত হওয়ার পরে, কেন্দ্র রাজ্যগুলিকে অবিরাম নজরদারি বজায় রাখার জন্য অনুরোধ করার পরে, রাজ্যের স্বাস্থ্য দফতর ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এখানে কোভিড-১৯ পরিস্থিতির একটি পর্যালোচনা বৈঠক করেছে।

কী খবর বাংলার ?

আসন্ন ক্রিসমাস এবং বর্ষবরণ, তাই এই মুহূর্তে জনসমাগম নিয়ে উদ্বিগ্ন রয়েছে রাজ্য। ইতিমধ্যেই কেন্দ্র থেকে দেওয়া হয়েছে সতর্কবার্তা। সেই কারণে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। গতকাল নবান্নে স্বাস্থ্যসচিব বৈঠক করেছেন মুখ্যসচিবের সঙ্গে। রিপোর্ট জমা দেওয়া হয়েছে মুখ্যসচিবের কাছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, আজ মুখ্যসচিবের নেতৃত্বে হবে বৃহত্তর বৈঠক।জরুরি ভিত্তিতে এই নিয়ে বৈঠক ডাকে কলকাতা পুরসভাও। সব মিলিয়ে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের ওপর কড়া নজর রাখছে রাজ্য সরকারও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version