Covid-19: চোখ রাঙাচ্ছে করোনার দৈনিক সংক্রমণ, বারে বারে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

।। প্রথম কলকাতা ।।

Covid-19: হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ক্রমেই বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। শনিবার আপডেট করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২,৯৯৪ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬,৩৫৪ জন। সকাল ৮টায় আপডেট করা তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৯। দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩০,৮৭৬ জন। দিল্লি, কর্ণাটক, কেরালা এবং পাঞ্জাব থেকে দুটি করে মৃত্যুর খবর পাওয়া গেছে, একটি গুজরাট থেকে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪.৪৭ কোটি (৪,৪৭,১৮,৭৮১)। দৈনিক সংক্রমণের হার ২.০৯ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ২.০৩ শতাংশ। সক্রিয় সংক্রমণের হার ০.০৪। মৃত্যুর হার ১.১৯ শতাংশ। তবে এইসবের মধ্যেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, করোনা থেকে সুস্থ হওয়ার হার দাঁড়িয়েছে ৯৮.৭৭ শতাংশ। এই রোগ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বদাঁড়িয়েছে ৪.৪১ কোটি (৪,৪১,৭১,৫৫১)।

মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, দেশব্যাপী টিকাদান অভিযানের অধীনে এখনও পর্যন্ত ২২০.৬৬ কোটি কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। করোনার হাত থেকে রেহাই পেতে নিজেকেই সতর্ক হতে হবে। মাস্ক পরা, বারবার স্যানিটাইজার হাত ধোয়া এবং সেই সঙ্গে দূরত্ববিধি বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। বিশেষজ্ঞের তরফে জনসাধারণকে বারে বারে সচেতন করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version