Neem Leaves Benefit: নিম পাতার তিক্ততা বিগড়ে দিচ্ছে স্বাদ! এর ঔষধি গুণ কিন্তু তাক লাগায়

।। প্রথম কলকাতা ।।

Neem Leaves Benefit: নিম পাতা এই নামটি শুনলেই যেন মুখের মধ্যে অজান্তেই একটা তিতো স্বাদ চলে আসে। এমন মানুষ খুব কমই রয়েছেন যারা স্বেচ্ছায় খুশি খুশি নিমপাতা খেয়ে নিতে পারেন। অধিকাংশ মানুষই এই পাতায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ভারতীয় চিকিৎসা শাস্ত্র বলছে , এই ছোট ছোট পাতাগুলি অবহেলা করা উচিত নয়। কারণ এর মধ্যে এমন গুণ রয়েছে যা বহু শারীরিক সমস্যাকে ম্যাজিকের মতো সারিয়ে দিতে পারে। নিম গাছের পাতা থেকে শুরু করে কান্ড সবটাই ব্যবহার করা যায়। এগুলির মধ্যে রয়েছে ঔষুধি গুণ। বাড়ির আশেপাশে এলাকার যে কোন জায়গায় চোখ ঘোরালে দু- একটা নিম গাছ অবশ্যই দেখতে পাওয়া যায়।

কিন্তু তারপরও স্বভাববশত কারনে এই নিম পাতা অবহেলা করাই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে অধিকাংশের। নিম পাতার (Neem Leaves) মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ। যা একাধিক রোগ প্রতিরোধ করতে সক্ষম। চলুন জানা যাক কী কী রোগ সারিয়ে তুলতে পারেন নিমপাতা। নিয়মিত নিম পাতা খেতে পারলে কী লাভ পাওয়া যেতে পারে?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version