Cost Saving Ideas: সংসার চালিয়ে মাসের শেষে অ্যাকাউন্ট ফাঁকা ? খরচ কমানোর উপায়গুলি ঝটপট দেখে নিন

।। প্রথম কলকাতা ।।

 

Cost Saving Ideas: দিন দিন সংসার খরচ বেড়েই চলেছে। মাসের শেষে সবাই বলেন এই যা অ্যাকাউন্ট তো ফাঁকা। টাকা পয়সা খরচ করার হাত সকলের কিন্তু সমান হয় না।
আজ আমরা এমন কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরব যা আপনাদের দারুন কাজে লাগবে। আসলে অনেকেই আছেন অল্প টাকায় গুছিয়ে সংসার চালিয়ে নেন। আবার অনেকেই তো পারেন না। কিন্তু আমরা কমবেশি সকলেই সংসারের খরচ কমাতে চাই। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে তা সম্ভব হয়ে ওঠে না। তাই যারা দীর্ঘদিন ধরে সংসারের খরচ কমাতে চাইছেন তাদের জন্য রইল এই টিপস।

 

আমরা অনেকেই গ্যাস ও বিদ্যুতের ব্যবহার নিয়ে সচেতন নই। অথচ আমাদের সংসারের প্রতি মাসের নিয়মিত খরচের দুটি খাত গ্যাস ও বিদ্যুৎ। তাই গ্যাস ও বিদ্যুতের ব্যবহারে সচেতন হতে হবে। তাহলে সংসারের খরচ কিছু কমতে পারে। প্রতি সপ্তাহে খরচের জন্য অর্থ বরাদ্দ করুন। এবং শুধু সেই অর্থ ব্যয় করুন। তবে অবশ্যই নগদ টাকা খরচ করবেন কার্ডে বা অনলাইনে পেমেন্ট করলে বেশি খরচা হয়ে যায়।

 

মোবাইলের একটি ক্লিক এ রেস্তোরাঁ থেকে বাড়ির দরজায় হাজির হয়ে যায় মনের মত খাবার। এর ফলে খরচ অনেকটাই বেড়ে যায়। অতিথি বাড়িতে এলেও খাবার বানিয়ে নিন।খরচ কমতে এই ফন্দি বেশ কার্যকর। বিনোদনমূলক অনলাইন মাধ্যমগুলির মোহ থেকে বেরিয়ে আসুন। একাধিক অতিথি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখার বদলে চেষ্টা করুন বন্ধু কিংবা আত্মীয়দের সঙ্গে সময়টা ভাগ করে নিতে অ্যাপের পিছনে বুঝেশুনে খরচ করুন।

 

আর যারা বেড়াতে যেতে ভালোবাসেন তারা একটানা খরচ সাপেক্ষ ভ্রমণ না করে কাছাকাছি ঘুরে আসার চেষ্টা করুন এতে টাকা বাঁচবে। বিভিন্ন সংস্থা বিভিন্ন সামগ্রী বিক্রি করার জন্য নানান রকম ছাড় দিয়ে থাকে। এরকম লোভে লোভে অনেকেই জিনিস কিনে ফেলেন। যা কিন্তু আদৌ আমাদের প্রয়োজন থাকে না। প্রতি মাসে আমাদের হাতে অনেকগুলো কয়েন আসে যার কোনো হিসেব থাকে না।

 

সে ক্ষেত্রে আপনি একটি পাত্রে কয়েন জমান। মাসের শেষে অংকটা বেশ বড়ই হবে দেখবেন। অর্থের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনুন। পর্যাপ্ত আয় না করা বা পর্যাপ্ত অর্থ না থাকার জন্য নিজের প্রতি অভিযোগ করবেন না। এর পরিবর্তে যা আছে তাই নিয়ে খুশি থাকুন।

 

https://fb.watch/sHOB7Yz6TP/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version