।। প্রথম কলকাতা ।।
অনন্তনাগ অপারেশনে নামল কোবরা কমান্ডো। ১৫০ ঘন্টা টানা সার্চ অপারেশন কতটা জটিল হচ্ছে? ঘন জঙ্গলে যারা দেহ মিলল কে ছিল সেটা পীরপঞ্জালের জঙ্গলে কেন কোবরাদের নামানো হল জানেন? কোবরা কমান্ডো যাদের নাম শুনলেই আতঙ্কবাদীদের গলা শুকিয়ে যায়। এবার কী সেই ফোর্স অনন্তনাগে অপারেশন করবে? স্থানীয় সূত্রে খবর অনন্তনাগে যেন শ্মশানের মতো নিস্তব্ধতা গোটা এলাকা ইন্ডিয়ান আর্মি সার্ভিলেন্সের মধ্যে রয়েছে। ১৫০ ঘন্টা ধরে চলা অপারেশন পরও কী খুঁজে বের করা সম্ভব হল না জঙ্গিদের?
সূত্রের খবর, কোকেরনাগ থেকে এক পাকিস্তানি জঙ্গির পোড়া দেহ উদ্ধার হয়েছে কোকেরনাগ থেকে যে পোড়া দেহ উদ্ধার হয়েছে সেটা যে কোনো জঙ্গির তেমনটাই অনুমান। এখনও সেনাবাহিনীর তরফ থেকে কোনও কনফারমেশন আসেনি। পাকিস্তানের বুদ্ধিজীবী মহল যখন সেখানকার মিডিয়ায় বারবার সার্জিক্যাল স্ট্রাইকের আতঙ্ক প্রকাশ করছে তখন ভারতের খবর বলছে জম্মু কাশ্মীরে ঢুকে গেল কোবরা কমান্ডো। COBRA অর্থাৎ কমান্ডো ব্যাটেলিয়নস ফর রেসোলিউট অ্য়াকশন। ভারতের বিভিন্ন জায়গায় নকশালদের দাপট শুরু হয়েছিল। তখন ২০০৯ সালে এই ফোর্স তৈরি করা হয় মূলত মাওবাদীদের দমন করতে তৈরি হয়েছিল এই বাহিনী। এবার মধ্য ও পূর্ব ভারত থেকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে জম্মু ও কাশ্মীরে। কিন্তু কেন?
একটা কথা মনে রাখতে হবে জঙ্গলে মিশন সাকসেস করতে কোবরা কমান্ডোদের জুড়ি মেলা ভার জঙ্গলের কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কীভাবে জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিতে হয় সেটা বিলক্ষণ জানে কোবরা। কোবরা এমন একটা বাহিনী যারা জঙ্গলের ৭২ কিমি এলাকা নিজের আয়ত্তে এনে ফেলে। এরপর তারা মিশন শেষ করে আবার বেসে ফিরে আসে। হেলিকপ্টার নিয়ে সোজা ঝাঁপিয়ে পড়ে জঙ্গলে। ২ থেকে ৩ জন জঙ্গি যাদের কাছে রয়েছে মারাত্মক কিছু অস্ত্র। আর সেই অস্ত্রের ভরসাতেই একেবারে গভীর জঙ্গলে মুভ করছে তারা। ইন্ডিয়ান আর্মি সূত্র ঠিক এমনই খবর তুলে ধরছে। এই অপারেশন সবথেকে বড় অসুবিধা হল বৃষ্টি শনিবার থেকেই পীরপঞ্জালের জঙ্গলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। যার ফলে বেগ পেতে হয় ভারতের নিরাপত্তা বাহিনীকে।
এমূহুর্তে অনন্তনাগের জঙ্গলে নয় বরং কুপওয়াড়াতে মোতায়েন করা হচ্ছে কোবরা কমান্ডো। কেন কুপওয়াড়াতে থেকে কী কোনও বিপদের সঙ্কেত? প্রতিরক্ষামহলের দাবি অনন্তনাগে পুরো ফোর্সকে ব্যস্ত রেখে কাশ্মীরের অন্যান্য স্পটগুলোয় বড় কিছু ঘটাতে পারে লস্কর। তাই তাদের মোতায়েন করা হচ্ছে কুপওয়াড়াতে। মূলত সিআরপিএফের মধ্যে বাছাই করা জওয়ানরা আসেন কোবরায় তাঁদের কঠোর কমান্ডো প্রশিক্ষণ নিতে হয় এবার সেই দক্ষ কোবরা কমান্ডোরাই রক্ষা করবে কাশ্মীরকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম