।। প্রথম কলকাতা ।।
Teen Age Crisis: টিন এজ, বড় হয়ে ওঠা আর ছোট থাকাই এই দুইয়ের মধ্যবর্তী কাল। মনোবিজ্ঞান যে সময়ের নাম দিয়েছে ঝড়ঝঞ্ঝার কাল। এই সময়ে বিশেষত মেয়েরা একাধিক পরিবর্তনের সম্মুখীন হয় মানসিক এবং শারীরিক ভাবে তাই বেশ কিছু জটিলতার মুখোমুখি হয় তারা(Teen Age Crisis)।
এই সময়টাই আরও বেশি করে বড় হওয়ার ভিত গড়ে তোলে। তাই এই সময়ে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া উচিত। বিশেষত এই সময়ে মায়ের বেশি কাছাকাছি থাকতে চায় মেয়েরা। তাই এই সময়ে মা’দের যে বিষয়গুলিতে অধিক নজর রাখা উচিত, সেগুলো হল—
টিন এজ মেয়েদের সঙ্গে অধিকাংশ মা যে’ ভুল’ করে থাকেন তা হলো তাদের কথায় মনোযোগ না দেওয়া। এই বয়স থেকে সবার নিজের মতামত দেওয়ার জায়গা ইচ্ছে তৈরি হয়। তাই আপনার মেয়ে কিছু বলতে চাইলে অবশ্যই সেটা শুনুন।
আপনার টিনএজার মেয়েকে আরও বেশি সময় দিন। তার সারাদিনের খোঁজ খবর রাখুন। কি করছে, কোথায় গিয়েছে, কি খেয়েছে এসব জিজ্ঞাসা করুন। এই সময় শুধু মা নয় বন্ধু হওয়ার চেষ্টা করুন সবসময়। তাহলে যেকোনো সমস্যায় সে আপনাকে মন খুলে কথা বলার জায়গা পাবে।
মেয়েকে প্রাইভেসি দিন। যদি দেখেন মেয়ে ঘরে একা বসে গল্পের বই পড়ছে সব সময় ওর সামনে ঘোরাঘুরি করবেন না। আবার একেবারেই নজর রাখবেন না তাও নয়।
এই সময় মেয়েরা অন্য লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। তাই যদি জানতে পারেন আপনার মেয়ে কোন সম্পর্কে জড়িয়েছে সেক্ষেত্রে ওকে বকাবকি মারধর না করে ঠিক এবং ভুল বোঝানোর চেষ্টা করুন।
যদি আপনার মেয়ে জন্মদিন বা কোনও পার্টিতে যায় তাহলে যার বাড়িতে যাচ্ছে, তার অভিভাবকের সঙ্গে কথা বলে নিন৷ পার্টিতে কে কী খাচ্ছে তা যেন সেই বাড়ির অভিভাবক নজরে রাখেন৷ অ্যালকোহল, বিয়ার পানের অনুমতি দেবেন না৷