Lentil Benefits for Skin: গরমের ত্বক হবে আরো ঝলমলে, প্রয়োজন নেই ক্রিমের! মসুর ডালেই আছে জাদু

।। প্রথম কলকাতা ।।

Lentil Benefits for Skin: তীব্র গরম পড়ার আগেই ত্বকের (Skin) নিন এক্সট্রা কেয়ার (Extra Care)। এক্ষেত্রে খরচ কম আবার অতিরিক্ত সময়ের প্রয়োজন নেই। আপনার রান্নাঘরে (Kitchen)থাকা সামান্য একটি উপাদান দিয়ে আপনি ত্বকের পরিচর্যা করতে পারবেন, যার কোন পার্শ্বপ্রতিক্রিয়ার(Side Effects) ভয় নেই। উপরন্তু প্রচুর উপকার পাবেন। রান্নাঘরে এমন অনেক উপাদান আছে যা ত্বকের যত্নে খুবই কার্যকরী প্রমাণিত হয়। রান্নাঘরে উপস্থিত কিছু মশলা বা শস্য ত্বকের নানান সমস্যার সমাধানে দুর্দান্ত কাজ করে। রান্নাঘরে উপস্থিত মুসুর ডাল (Lentil) শুধুমাত্র আমাদের সুস্বাস্থ্যের জন্যই দায়ী নয় আমাদের ত্বককে সুস্থ ও সুন্দর করতেও কার্যকরী। ত্বকে এটি ব্যবহার করলে ত্বক দূষণের হাত থেকে রক্ষা পায় এবং আরো উজ্জ্বল হয়ে ওঠে।

মুসুর ডালের প্যাকের উপকারিতা

কীভাবে ব্যবহার করবেন ?

মুসুর ডালের প্যাক তৈরি করতে ৪-৫ চামচ মুসুর ডাল সারারাত জলে ভিজিয়ে রাখুন। সকালে এই মুসুর ডালটি পরিষ্কার করে পেস্ট তৈরি করুন। মনে রাখবেন এই পেস্টে জল ব্যবহার করবেন না। প্রস্তুত পেস্টটি মুখ এবং ঘাড়ে লাগান। পেস্টটি লাগিয়ে ত্বকে হালকা হাতে ম্যাসাজ করুন এবং ১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে দুইবার ত্বকে ব্যবহার করলে ত্বকে উজ্জ্বলতা আসবে। পাশাপাশি মিলবে প্রচুর উপকার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version