Ear treatment: শীতে কানের ব্যথায় কষ্ট পাচ্ছেন? এই নিয়মগুলো মেনে চলুন

।। প্রথম কলকাতা ।।

Ear treatment: অনেকের কাছেই শীত আরামদায়ক। আবার নানান শারীরিক সমস্যা তৈরি করে এই ঋতু। শীতে অনেকেই কানের সংক্রমণে জেরবার হন। এসময় নানা ব্যাকটেরিয়া ও ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। সে জন্যই সমস্যা অনেকটা বেশি দেখা যায়।

কানে ব্যথা যাদের হয় তারাই বোঝে এর কষ্ট। আবার কানে সংক্রমণের জন্য অনেকের মাথাব্যথাও হয়। কান চুলকানো, কান ফুলে যাওয়া, কান থেকে জল পড়া, কানে শুনতে না পাওয়া, কানে ঘন ঘন তালা পড়ে যাওয়া কানের সংক্রমণের লক্ষণ।

তাই কানের যে কোনও সমস্যা হলে অবহেলা না করে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক, অ্যান্টিঅ্যালার্জিক ও ব্যথার ওষুধ খেতে হবে। কানে ব্যথা হলে গরম সেঁক দিন। এতে ব্যথা অনেকটাই কমে। কান সব সময় পরিষ্কার রাখতে হবে। কানের ভেতরে যেন কোনওভাবেই জল না যায় সেই বিষয়টাও নিশ্চিত করতে হবে। কানে যাতে ঠান্ডা না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে। সেজন্য টুপি, হেড ব্যান্ড, মাফলার ব্যবহার করতে হবে।

তবে কটন বাডস দিয়ে ভুলেও কান পরিষ্কার করতে যাবেন না। তাতে সমস্যা আরও বাড়বে। এমনকি কানে আঙুল দেওয়ারও চেষ্টা করবেন না। কারণ হাতে থাকা জীবাণু কানে পৌঁছাতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version